![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিমুর মত উদ্ভট টাইপের কেউ।আমার ভালোলাগে ভাবতে,হাঁটতে,কথা বলতে,নীরবে অপলক চেয়ে দেখতে। আমি আমার মত করে গড়ে উঠা এক আদম। নিরিবিলি প্রশান্ত মন নিয়ে প্রগাঢ় চিন্তায় ডুবে থাকতে ভালোবাসি। আমার পথ আমি বেঁচে নিয়ে,যে পথে হেঁটে চলবো অনন্ত সময়।
হারাবার কিছুই নেই,
কারণ আমি পথের ধারে বসা অন্ধ ভিখারী।
ছেড়া পোশাকে, এলোমেলো বদনে,
ঝরা পাতা বিছিয়েছি ভিখ মাগতে।
পথটা খুবই নীরব,
জনগণের পদচারণা কম,
রোজগার কম...!
কেউ বা ভালো করে দেখে,
সত্যিই ভিখিরী কিনা,
উত্তর মেলে ইতিবাচক,
অতঃপর
আধুলি সিকি দেয়,
আবার কোন নেশাখোর এসে নিয়ে
যায় সারাদিনের সব রোজগার।
আমি কিছু বলিনা,
কারণ আমি অন্ধ ভিখিরী।
দেখিই না তো তাহাদের চেহারা বলবো কি?
আমি অন্ধ হয়ে জন্ম নিলাম,
অন্ধত্বের শাপ নিয়েই মরবো।
না হয় আলোর দেখা পাবো,
না হয় পাবোনা।
[দুনিয়ার কিছু লোক দয়া দেখানোর পক্ষে, আবার কিছু লোক দয়াহীনতার পক্ষে....
কিন্তু কিছু মানুষ আছে যারা বোবা ও অন্ধ ভীতু,
কিছু বলার সাহস রাখে না।
একেবারে অসহায় মুখ।]
©somewhere in net ltd.