নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথাই মানুষের প্রাণ। যতদিন মানুষ হৃদয় উজাড় করে কথা বলতে পারবে ততদিন মানুষ বেঁচে থাকবে।

দূর দ্বীপবাসী

আমি হিমুর মত উদ্ভট টাইপের কেউ।আমার ভালোলাগে ভাবতে,হাঁটতে,কথা বলতে,নীরবে অপলক চেয়ে দেখতে। আমি আমার মত করে গড়ে উঠা এক আদম। নিরিবিলি প্রশান্ত মন নিয়ে প্রগাঢ় চিন্তায় ডুবে থাকতে ভালোবাসি। আমার পথ আমি বেঁচে নিয়ে,যে পথে হেঁটে চলবো অনন্ত সময়।

দূর দ্বীপবাসী › বিস্তারিত পোস্টঃ

নারী অধিকার ও এসডিজির বাহার

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৩

খাদিজাকে কোপাইছে হীরের টুকরো একখান পোলা, তাতে জাতির কি হয়েছে।
কোপাইছে তো জাতির সূর্য সন্তান।
খাদিজা তো তনু বা আফসানা কিংবা পূর্ণিমার মত নারী না,
যে তাকে নিয়ে নারী অধিকার, নারী অধিকার নিয়ে চিল্লানি দিয়া গলা ফাটাবে।
খাদিজারা হচ্ছে পুরুষ তন্ত্র আর নারীবাদী চেতনা,এ দুয়ের চিপায় পরে থাকা আজন্ম অভিশপ্ত পুরুষের বাঁ পাজরের একখান হাড্ডিমাত্র।
তাদের বাঁচার অধিকার নেই,তারা পুরুষের ভোগের বস্তু।
আরেকটা কথা
খাদিজার দাদাঠাকুর সম্ভবত মুক্তিযুদ্ধ বিরোধী আল বদর টাইপের কেউ ছিল।
ধর্মান্ধরা ব্লগার কোপায়, সরকারি দল বিরোধী দল ও নারী জাতিরে কোপায়, অবিরত কোপাকুপি চলতেছে।
আর বাঙালি চায়ের দোকানে বসে খুচরা আলাপ করে,
শুনছো কুতুব উদ্দিন আইবেক পাকিস্তান তো এবার ভারতরে গিল্লা ফালাইলো।
নারীদের অধিকার শুধু ধর্মের কিতাবপত্রে, নারীবাদী লেখিকাদের উপন্যাসে, আর বুদ্ধুজীবিদের সেমিনারে।
বাঙালি নিজের ঘরের মা বোনকে সম্মান দিতে পারে না,
গালাগালি করে,
বাঙালি যখন নিজের স্ত্রীকে ভালোবাসতে পারে না, যৌতুকের দায়ে পিটিয়ে মারে,
বাবা যখন মেয়েকে স্নেহ করতে পারে না,
ঘাড়ের বোঝা মনে অপরিণত বয়সের মেয়েটাকে নরকে ঠেলে দেয়,
সেখানে পরের মেয়েকে সম্মানের চোখে দেখবে কি করে, ভালবাসবে কি করে?
ঘটনা ঠিক বাংলা সিনেমার মত হয়েছে,
'ভালবাসা দিবি, নইলে কোপামু'।
পরসমাচার এই যে,
আর যাই হোক বিদেশ সফরে গেলে আমাদের নারী অধিকার অর্জনের উপর টুয়েন্টি টুয়েন্টি, ফিফটি ফিফটি, থাউজেন্ড থাউজেন্ড এ্যাওয়ার্ড ঠিক আছে।
নারী জাগরণে, উন্নয়নে, অধিকার রক্ষার্থে বাংলাদেশ মহাবিশ্বের সাড়া জাগানো এক দেশ।
এদেশের সরকার প্রধান, দুজন বিরোধী দলীয় নেত্রী, স্পিকার নারী,
এদেশে ওয়াসফিয়া, নিশাতের মত মেয়ে আছে,
এদেশের মেয়েরা ফুটবলে বিশ্ব জয় করে বাসের ভিতর স্যালুট পায়,
মেয়েদের বাবারা সেলামি পায়...
এর চেয়ে বেশি নারী অধিকার আর কি চাই?
এদেশে মানুষের বেঁচে থাকার অধিকার নেই, আছে শুধু শুধু রাজনীতিজ্ঞদের এবং সেটা সরকারি দলের।
দুদিনের মাথায় হয়তো আলাদীনের চেরাগের দৈত্য এসে প্রেস ব্রিফিং দিবে,
"খাদিজার চালচলন ঠিক ছিল না,
বাঁ পা খান আঁকা বাঁকা করে চলতো,
আর পরপুরুষের সামনে খিলখিল করে হাসতো"।
আর তাহা দেখিয়া আমার সূর্য সন্তানের চেতনা দন্ড জাগিয়া উঠিত আর নির্বাহী আদেশ দিত,
'এই মাইয়্যা আমার লাগবো,
ঐ মাইয়্যা
হয় ইজ্জত দিবি না হয় নাদুসনুদুস গতর খানরে পাঙ্গাস মাছের ব্রেকফাস্ট বানাইমু'।
আমি কিচ্ছু কমু না,
শুধু চাইয়্যা থাকুম,
কবে আমার সামনে আরেকটা অবলারে পাঙ্গাসের খাবার বানাইবো।
জাতি ভিডিও তুলতে সর্বদা প্রস্তুত থাকবে।
স্যালুট বাঙালি জাতি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.