![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিমুর মত উদ্ভট টাইপের কেউ।আমার ভালোলাগে ভাবতে,হাঁটতে,কথা বলতে,নীরবে অপলক চেয়ে দেখতে। আমি আমার মত করে গড়ে উঠা এক আদম। নিরিবিলি প্রশান্ত মন নিয়ে প্রগাঢ় চিন্তায় ডুবে থাকতে ভালোবাসি। আমার পথ আমি বেঁচে নিয়ে,যে পথে হেঁটে চলবো অনন্ত সময়।
সচেতন বাঙালির অচেতন কর্মযজ্ঞ। ভয় পাবেন না।
পুরো বাংলাদেশ ঘুরলে লক্ষ লক্ষ স্পট পাওয়া যাবে। পরিবেশ সংরক্ষণের জন্য সরকার ও প্রশাসন ই দায়বদ্ধ?
আমরা নিজেরা প্রথমত ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে।
নিজেরা না যতদিন পর্যন্ত সচেতন হতে পারবো, ততদিন পর্যন্ত পরিবেশ সংরক্ষণের জন্য ঢাক ঢোল পিটালেও লাভ হবে না।
তবে আমরা এলাকার বড় ভাই ও বন্ধুরা মিলে একটা পরিকল্পনা করেছি যে, আমরা স্থানীয় জনপ্রতিনিধির অনুমতিক্রমে মোট ১২০ টি ডাস্টবিন প্রতিস্থাপন করবো।
বিশটি উঠোন বৈঠকের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সচেতন করবো।
এভাবে যদি আমরা সবাই এগিয়ে আসি তবে আমরা একটা সুন্দর পরিবেশ যুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম হবো।ইনশাআল্লাহ।
০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৩
দূর দ্বীপবাসী বলেছেন: হ্যাঁ,অবশ্যই।
২| ০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোষ্ট পড়ে ভালোলেগেছে। এক কথায় চমৎকার। এক্কেবারে আমার মনের কথা।
০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪
দূর দ্বীপবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৯
চাঁদগাজী বলেছেন:
শুরু করু, শুরু করা মানে কাজের অর্ধেক হয়ে যাওয়ার সমান।