নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথাই মানুষের প্রাণ। যতদিন মানুষ হৃদয় উজাড় করে কথা বলতে পারবে ততদিন মানুষ বেঁচে থাকবে।

দূর দ্বীপবাসী

আমি হিমুর মত উদ্ভট টাইপের কেউ।আমার ভালোলাগে ভাবতে,হাঁটতে,কথা বলতে,নীরবে অপলক চেয়ে দেখতে। আমি আমার মত করে গড়ে উঠা এক আদম। নিরিবিলি প্রশান্ত মন নিয়ে প্রগাঢ় চিন্তায় ডুবে থাকতে ভালোবাসি। আমার পথ আমি বেঁচে নিয়ে,যে পথে হেঁটে চলবো অনন্ত সময়।

দূর দ্বীপবাসী › বিস্তারিত পোস্টঃ

মানবাধিকার

১২ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:০৯

হরণাথ বাবু শ্রেণীকক্ষে আসিলেন,
কিছু না বলিয়া,
খড়িমাটির টুকরো হাতে তুলিয়া,
খসখস করে লিখিলেন।
"বিশ্ব মানবাধিকার,
সে বৈচিত্র্যপূর্ণ কয়টা বর্ণের সম্মিলন গঠিত এক শব্দ
বেজায় চমৎকার।"

এর অর্থ কি বুঝিস গণেশ?
জ্বি না স্যার,
শুধু বেজায় চমৎকার।
হতচ্ছড়া বুঝবি কেমনে?
পড়ালেখা তো কিছু করিসনা,
ভুলে গেছিস পরীক্ষা সামনে।
গণেশ বলে,
'আপনি গুরু আমি শিষ্য
বুদ্ধি আমার কম,
আপনি বুঝাইয়া দিলে
বুঝিতে সক্ষম'
হতচ্ছড়া বলে দিচ্ছি,
কানখাড়া করে শুনে নে,
১০০% কমন,
পরীক্ষা সামনে।
" মুসলিম আর হতদরিদ্র ছাড়া
বাকিদের অধিকার,
তারই নাম মানবাধিকার।
দেশে দেশে খুব চাহিদা,
বিনা পুঁজিতে লাভ সর্বদা,
সাদা মোড়লদের ভারি সুবিধা,
বাড়ায় যে কারবার,
তার আরেক নাম মানবাধিকার"।
এবার বুঝেছিস হতচ্ছড়া গাধা?
'সব বুঝেছি ঠিক,
মাথায় ঢুকেছে আধা আধা'
কে তোকে দিয়েছি এ ক্লাসে প্রমোশন,
কোন সে হারামজাদা?
'খবরদার মাস্টার,
খর্ব করিসনা আমার মান অধিকার,
মিজান কমিশনে রিপোর্ট দিমু,
হাতিসংঘে খবর পাঠামু,
তোমার চাকরির বারোটা বাজামু,
বুঝলি কিছু,
'আই এ্যাম মানবাধিকার,
আমার আছে মানবাধিকার,
হুম হু উ উ"
'সরি বাপ,
করেদেনা মাফ,
রাখ এবার গুরুর মিনতি,
চাকরি হারালে বাড়বে যে দুর্গতি।
যা তোর শেখা লাগবেনা,
এমনিতেই দেব এ প্লাস,
প্রতিজ্ঞা করছি
আমি হরণাথবাবু, নয় ক্লাস কম
মেট্রিক পাশ'।
জয় মানবাধিকারের জয়।
জয় মানবাধিকারের জয়।
'সাত সমুদ্র লাল হবে,
তেরো লাখ নদী ভাগাড় হবে,
আকাশে উড়বে হাইড্রোজেনের ধোঁয়া,
সেদিনওওওওওওও মানবাধিকারের
স্লোগান হবে
মানবাধিকারের বিজনেস খুবই সোজা'।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:২১

মাহবুব তালুকদার বলেছেন: মানবাধিকার?

২| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৭

হুমম্‌ বলেছেন: +++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.