![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিমুর মত উদ্ভট টাইপের কেউ।আমার ভালোলাগে ভাবতে,হাঁটতে,কথা বলতে,নীরবে অপলক চেয়ে দেখতে। আমি আমার মত করে গড়ে উঠা এক আদম। নিরিবিলি প্রশান্ত মন নিয়ে প্রগাঢ় চিন্তায় ডুবে থাকতে ভালোবাসি। আমার পথ আমি বেঁচে নিয়ে,যে পথে হেঁটে চলবো অনন্ত সময়।
ত্রিশ লাখ শহীদের এক সাগর রক্তের বিনিময়ে ও দু লক্ষ মা বোনের অশ্রুজলের বিনিময়ে, সাড়ে সাত কোটি বাঙালির মহান আত্মত্যাগ ও স্বাধীনতাকামী কোটি মানুষের সহযোগিতা ও অনুপ্রেরণায় পেয়েছি মহান স্বাধীনতা। এ স্বাধীনতা অর্জনের পিছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। ইতিহাসের জীবন্ত সাক্ষী হাজারো মুক্তিযোদ্ধা,হাজার হাজার বধ্যভূমি,স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত শহীদ ও মুক্তিযোদ্ধাদের সমরাস্ত্র ও উপকরণ যা জাদুঘরে সংরক্ষিত আছে। তবে সাক্ষী হিসেবে আরেকটি জিনিস রয়েছে,তা হয়তো কারো জানা অথবা কারো অজানা এবং তা হলো 'একাত্তরের চিঠি'। প্রথম আলো ও গ্রামীণফোন যৌথ উদ্যোগে সংরক্ষন করেছে মুক্তিযুদ্ধের ভালোবাসা ও জীবন মৃত্যুর খেলার বাস্তব অনুভূতি নিয়ে এসব চিঠি।এসব চিঠি আজ আমাদের হাতের নাগালে।আমরা আজ চাইলেই এ স্বাধীনতার মাসে আয়োজন করতে পারি 'চিঠি পাঠের আসর', চাইলে ব্যক্তি বা সংগঠনের উদ্যোগে নতুন প্রজন্মের কাছে চিঠি বিলিয়ে দিতে পারি।
অ্যাপসের জন্য:- Click This Link
পিডিএফ বইয়ের জন্য:-
Click This Link
তাছাড়া rokomari.com এ বই কিনতে পাবেন।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৬
চাঁদগাজী বলেছেন:
প্রচেস্টার জন্য ধন্যবাদ।
জাতি ব্যস্ত