![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিমুর মত উদ্ভট টাইপের কেউ।আমার ভালোলাগে ভাবতে,হাঁটতে,কথা বলতে,নীরবে অপলক চেয়ে দেখতে। আমি আমার মত করে গড়ে উঠা এক আদম। নিরিবিলি প্রশান্ত মন নিয়ে প্রগাঢ় চিন্তায় ডুবে থাকতে ভালোবাসি। আমার পথ আমি বেঁচে নিয়ে,যে পথে হেঁটে চলবো অনন্ত সময়।
রয়েল বেঙ্গল টাইগার হচ্ছে আমাদের জাতীয় ক্রিকেট দলের লোগো।
টাইগার শব্দটি আমরা টাইটেল হিসেবেও ব্যবহার করি। পুরো পৃথিবী আমাদের ক্রিকেটের শক্তিমত্তাকে টাইগারের মত শক্তিশালী বলে জানে।
কিন্তু আজকাল ভারত দেখছি টাইগারের বিষয়টিকে নিজেদের করে ব্যবহার করতেছে, যদিও তাদের ক্রিকেটে বা রাষ্ট্রের কোথায় টাইগার প্রতীক বা টাইটেলের ব্যবহার নেই।
আসন্ন ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজকে কেন্দ্র করে স্টার স্পোর্টস একটা বিজ্ঞাপন নির্মাণ করেছে।
সেখানে দেখা যাচ্ছে ক্যাঙ্গারুকে তাড়া করতেছে টাইগার, এখানে নিঃসন্দেহে ক্যাঙ্গারু অস্ট্রেলিয়াকে এবং টাইগার ভারতকে নির্দেশ করতেছে।
হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না।
টাইগার প্রতীক এবং টাইটেল বাংলাদেশের হওয়া স্বত্ত্বেও সেটার স্বাদ নিতে চাচ্ছে ভীতুরীয়রা।
তাদের তো গরুকে প্রতীক ও টাইটেল হিসেবে বেছে নেওয়া উচিত, কেননা গোরক্ষার্থে ভারতের সংগ্রাম ইতিহাসজোড়া।
যা দেখলাম, যা অনুধাবন করলাম, তাই বললাম, কারো দুঃখ না পেলে চলবে।
আজকাল আমাদের জিনিস নিয়ে টানাটানি করা ভারতের মুদ্রাদোষ হয়ে যাচ্ছে।
গরু আর গরুর গাড়ির চাকা ব্যবহার ভারতের জন্য অতি উত্তম।
বিড়ালের বাঘ হওয়ার শখ পরিণতি ভয়ানক করে দিবে।
হয়তো অনেকে বলবে ভারতে সুন্দরবনও আছে, রয়েল বেঙ্গল টাইগারও আছে, তাহলে সেটা ব্যবহার করতে দোষ কোথায়? না দোষ নেই, কিন্তু পৃথিবীর বিখ্যাত প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য বা সেবার জন্য একই ট্রেডমার্ক, লোগো, টাইটেল ব্যবহার করে, যেটা চাইলেই অন্য কেউ ব্যবহার করতে পারে না। ব্যবহার করতে অনুমতি লাগে এবং মোটা অঙ্কের অর্থ খসতে হয়। তবে পৃথিবীর কিছু জিনিস আছে, সেটা ইউনিক, সেটার দ্বিতীয়টি হয়।
ভারত কেন টাইগার নিয়ে বাংলাদেশের সাথে টানাহেঁচড়া করতেছে, যে গরুর মানুষের চেয়েও দামি,যে গরুর জন্য হাসপাতাল, এ্যাম্বুলেন্স আছে, সেটাকে টাইটেল বা লোগো হিসেবে ব্যবহার করলে হিন্দুত্ববাদীর বিশাল ছাপ পড়বে।
বরিশাল বুলসও তো গরুর শিং তথা ষাঁড়ের প্রতিকৃতি ব্যবহার করছে। চাইলে ভারতও পারে। চীন আজীবন নকলের জন্য সেরা, সেটার স্থান কি ভারত দখল করতে চাইছে?
আমরা আমাদের ক্রিকেটারদেরকে টাইগার বলে সম্বোধন করবো এবং সেটার ভাগ কোন মেছো বিড়ালকে দিবো না।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮
আবু তালেব শেখ বলেছেন: কদিন পর দেখবেন বাংলাদেশ টিমকেই বলবে ভারতিয় টীম অথবা ভারতীয় প্রশিক্ষণ প্রাপ্ত
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: