![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিমুর মত উদ্ভট টাইপের কেউ।আমার ভালোলাগে ভাবতে,হাঁটতে,কথা বলতে,নীরবে অপলক চেয়ে দেখতে। আমি আমার মত করে গড়ে উঠা এক আদম। নিরিবিলি প্রশান্ত মন নিয়ে প্রগাঢ় চিন্তায় ডুবে থাকতে ভালোবাসি। আমার পথ আমি বেঁচে নিয়ে,যে পথে হেঁটে চলবো অনন্ত সময়।
পৃথিবীতে আসা যাওয়াটা কেবলি একজনের ইচ্ছাতেই হয়।
আমার বেলায়ও তাই হয়েছে, একজনের ইচ্ছাতেই এসেছি, একজনের ইচ্ছাতেই চলে যাবো।
সংক্ষেপে এটাকে আমরা নিয়তি বলেই জানি।
তবে আজ পর্যন্ত যতদিন বেঁচে ছিলাম ততদিন আনন্দের মাঝেই বেঁচেছিলাম। কোনো দুঃখ, মৃত্যু, দৈন্যতা, পরাজয়, গ্লানি আমাকে পরাস্ত করতে পারেনি। কাঁদতে কাঁদতেও হেসেছি, আর হাসির মাঝে খুঁজে পেয়েছি বেঁচে থাকার আনন্দ ও আশা।
তবে বিভীষিকাময় এ পৃথিবীতে কদিন আর বাঁচবো তার ভরসা নেই। পৃথিবী এ পর্যন্ত ষাট হাজারের অধিক লাশ গুনে পেলেছে, হয়তো অজস্র অগণিত রয়ে গেছে।
কি আশা আছে, যে সামনের দিকের আসন্ন লাশগুলোতে আমিও সামিল হবো না।
জানি একদিন এ পৃথিবী যুদ্ধে জিতবে, তবে যুদ্ধে তো বিজয়ী দলের সৈন্যের প্রাণহানি হয়।
আমিও হতে পারি একজন নিহত সৈন্য।
তাই বিভীষিকাময় এ যুদ্ধের ময়দান থেকে আমি আমার অতীত ও বর্তমান কৃতকর্মের জন্য সৃষ্টিকর্তা ও মানবকুলের নিকট ক্ষমা মার্জনা করছি।
বেঁচে থাকলে হয়তো দেখা হবে, ফুল আর বেলুন হাতে,
বর্ষণস্নাত সন্ধ্যায়, নির্জন দুপুরে, মধুর জোৎস্না রাতে চাঁদের আলোয় কিংবা কাক ডাকা ভোরে।
ভালো থাকুক পৃথিবীর সকল জীব।।
২| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৮
নেওয়াজ আলি বলেছেন: । আল্লাহ যেন সব বিপদ হতে দুরে রাখে।
৩| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: পৃথিবী ফিরে পাক তার স্বাভাবিকতা।
৪| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪৬
দূর দ্বীপবাসী বলেছেন: সকলকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫০
আমি রানা বলেছেন:
