![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একদিন মারা যাব, এই সত্যটা নিয়ে আমার খুব বেশি আক্ষেপ নেই। তবে, আমার মৃত্যুর পর আরও অসংখ্য অসাধারণ সব বই লেখা হবে, গান সৃষ্ট হবে, চলচিত্র নির্মিত হবে। কিন্তু আমি সে সব পড়তে, শুনতে কিংবা দেখতে পারবো না। এই সত্যটা আমাকে খুব যন্ত্রণা দেয়।
রঙমশাল অমিও পুড়ে যাব এই ভাবে
এই আলো কতদুর পৌছাবে!
মুখচোড়া আমিও জানি চোখ এড়াতে
খুঁজতে বেরোই ঘুম-সুম মাঝরাতে
মুখ ফুটে কি ক্ষমা চাওয়া বাড়ন
আমার দশটা-পাঁচটা স্বপ্নেরা সাধারণ
কেউ বোঝেনা….
ভুল করেছি, ভুল করেছি আমি জানি
কেউ বুঝবেনা এই বুকজুড়ে কতখানি
তাই তোদের গায়ে আঁচড় লাগার ভয়টা ভীষণ পাই
ভাবতে পারিনা…
মুখ ফুটে কি ক্ষমা চাওয়া বাড়ন
আমার দশটা-পাঁচটা স্বপ্নেরা সাধারণ
কেউ বোঝেনা….
ভুল করেছি, ভুল করেছি আমি জানি
কেউ বুঝবেনা এই বুকজুড়ে কতখানি
তাই তোদের গায়ে আঁচড় লাগার ভয়টা ভীষণ পাই
ভাবতে পারিনা…
©somewhere in net ltd.