![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একদিন মারা যাব, এই সত্যটা নিয়ে আমার খুব বেশি আক্ষেপ নেই। তবে, আমার মৃত্যুর পর আরও অসংখ্য অসাধারণ সব বই লেখা হবে, গান সৃষ্ট হবে, চলচিত্র নির্মিত হবে। কিন্তু আমি সে সব পড়তে, শুনতে কিংবা দেখতে পারবো না। এই সত্যটা আমাকে খুব যন্ত্রণা দেয়।
কিছু মজার প্রশ্ন এবং তার উত্তর !!!
1. গরু আর শিশুদের মধ্যে পার্থক্য
কি জানেন??
.
উঃ গরু পানি খেয়ে দুধ দেয়,আর শিশু দুধ খেয়ে পানি দেয়।
:
2. নিউটন আপেল না খেয়ে চিন্তা করতে লাগলেন কেন জানেন?
.
উঃ আপলটি পঁচা ছিল।
:
3. কৃষ্ণ মানে কালো তাহলে কৃষ্ণচূড়া লাল হয় কেন?
.
উঃ অশিক্ষিত গাছ তো তাই ভুল করে ফেলেছে।
:
4. জ্যোতিষী আর রাজনীতিবিদের মধ্যে পার্থক্য কি?
.
উঃ একজন হাত দেখে মিথ্যা বলে,আরেকজন হাত নেড়ে মিথ্যা বলে।
:
5. মিঃ বিন আর ডাস্টবিনের মধ্যে পার্থক্য কি?
.
উঃ একজনকে দেখলে হাত দিয়ে মুখ চাপতে হয়,আরেকজনকে দেখলে নাক চেপে ধরতে হয়।
:
6. মানুষের রক্তের গ্রুফ ভিন্ন হয় কেন জানেন?
.
উঃ মশা যাতে বিভিন্ন স্বাদ উপভোগ করতে পারে।
:
7. মিথ্যাবাদী আর রাজনৈতিক নেতাদের পার্থক্য কি জানেন??
.
উঃ সব মিথ্যাবাদী নেতা নয়, কিন্তু সব নেতা........... .......
.
বাকি প্রশ্ন পরের পর্বে দিব।
২৬ শে জুন, ২০১৬ রাত ১০:৫২
আর. এন. রাজু বলেছেন: ঠেনকু!
২| ২৬ শে জুন, ২০১৬ রাত ৮:৫৫
রায়হানুল এফ রাজ বলেছেন: হা হা হা। মজা পেয়েছি।
২৬ শে জুন, ২০১৬ রাত ১০:৫৩
আর. এন. রাজু বলেছেন: ঠেনকু!
৩| ২৬ শে জুন, ২০১৬ রাত ৯:২৮
আরণ্যক রাখাল বলেছেন: কপি করা লেখা রে ভাউ।
নিজে কিছু লেখেন না ক্যা??
২৬ শে জুন, ২০১৬ রাত ১০:৫৪
আর. এন. রাজু বলেছেন: তাই বুঝি ভাউ।
৪| ২৬ শে জুন, ২০১৬ রাত ১০:১৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, খুব ভাল্লাগলো ভাইয়ু...
২৬ শে জুন, ২০১৬ রাত ১০:৫৪
আর. এন. রাজু বলেছেন: ঠেনকু!
৫| ২৭ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৮
মিঃ অলিম্পিক বলেছেন: নাইচুন পোস্টু
২৭ শে জুন, ২০১৬ দুপুর ২:৩৫
আর. এন. রাজু বলেছেন: ঠেনকু!
৬| ২৭ শে জুন, ২০১৬ সকাল ১০:৪৮
হৃদয়হীন মানব বলেছেন: আরো কিছু দেন আর একটু হাসি
২৭ শে জুন, ২০১৬ দুপুর ২:৩৫
আর. এন. রাজু বলেছেন: ঠিক আছে।
৭| ২৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: কপি হলেও পেস্ট না!!!!
মজা পাইছি!!
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৬ রাত ৮:৩১
Ahsan mir বলেছেন: মজার তোলে পাইছি
মাগার সুন্দর ও হইছে