![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একদিন মারা যাব, এই সত্যটা নিয়ে আমার খুব বেশি আক্ষেপ নেই। তবে, আমার মৃত্যুর পর আরও অসংখ্য অসাধারণ সব বই লেখা হবে, গান সৃষ্ট হবে, চলচিত্র নির্মিত হবে। কিন্তু আমি সে সব পড়তে, শুনতে কিংবা দেখতে পারবো না। এই সত্যটা আমাকে খুব যন্ত্রণা দেয়।
আসুন দেখে নেই কিছু মজার ছবি।
১) খুব সুন্দর তাইনা।
২) তরমুজের শিল্প।
৩) এটা কি বাড়ি, নাকি বাগান।
৪) উনার পায়ের নিচে সংসদ ভবন..??
৫) এটা কেমনে সম্ভব..?
৬) বহনকারী কেমন..?
৭) দেখুন! সাহসের প্রশংসা করতে হয়।
৮) কলা দিয়ে বানানো শিল্প।
৯) এইটা কেমন..??
১০) দুধ খাওয়ার স্টাইল দেখুন। গুড আইডিয়া।
১১) মেঘে নৌকা চলছে নাকি..??
১২) জানিনা এটা কার আইডিয়া। কিন্তু চমৎকার হয়েছে। কি বলেন আপনি..??
১৩) উনি কি সাপকে কে খেলনা সাপ মনে করেন। (উনার পালনকেন্দ্র)
১৪) সেভ করতে সেলুনে যেতে হয় নাকি। এটা কঠিন কাজ হল। হা হা হা
১৫) কিছু বলার নেই।
১৬) হা হা হা এক চাকার বাইক।
১৭) এদিকে তাকাতে হলে কি আরেকটি মাথা লাগবে..??
১৮) আচ্ছা এটা কি.??
১৯) আরে কি দেখলাম।
২০) দড়ি দিয়েই যদি যাওয়ায় যায় এক দেশ থেকে আরেক দেশে তাহলে বিমানের কি দরকার।
২১) কেমন ট্রেন পথ?
২২) গাছের শিল্প।
২৩) খুব সুন্দর ফটোগ্রাফ।
২৪) কেমন?
২৫) এইটা কেমনে..??
২৬) মাপতাছে নাকি..?
২৭) কি অদ্ভুত রাস্তা।
২৮) কি পেছানো রাস্তা।
২৯) মানিয়েছে নাকি?
৩০) উনারে কিছু ভিক্ষা দেন।
ছবি:- নেট।
০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৪৪
আর. এন. রাজু বলেছেন: ঠেনকু। পাঠ ও মূল্যবান মন্তব্যের জন্য।
২| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৪৭
অনিন্দিতা দাশ বলেছেন: ১ ২ ৫ ৯ ২০ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৯ এবং ৩০ সুন্দর হয়েছে
০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৪৯
আর. এন. রাজু বলেছেন: ঠেনকু। পাঠ ও মূল্যবান মন্তব্যের জন্য।
৩| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৪৮
অনিন্দিতা দাশ বলেছেন: সত্যি সুন্দর হয়ে হয়েছে ছবিগুলো।
০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৫০
আর. এন. রাজু বলেছেন: ঠেনকু। পাঠ ও মূল্যবান মন্তব্যের জন্য।
৪| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৫১
সিগনেচার নসিব বলেছেন: ধন্যবাদ ভাই
০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:২২
আর. এন. রাজু বলেছেন: ধন্যবাদ আপনাকেও দেখার জন্য।
৫| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৫৯
আরণ্যক রাখাল বলেছেন: ভিক্ষুকদের বেশি ভাল্লাগছে
০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:২৩
আর. এন. রাজু বলেছেন: হুঁ। এজন্যই ওগুলোরে শেষে দিয়েছি।
৬| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: মজা পেলুম
০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:২৩
আর. এন. রাজু বলেছেন: টেনকু।
৭| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:১৯
আহলান বলেছেন: ২৯ নং ছবি সম্পর্কে ফেসবুকে জেনেছিলাম এটা নাকি চট্টগ্রামে আপন খালা ভাগ্নের বিয়ের ছবি। সত্য মিথ্যা জানি না ...
০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:২৪
আর. এন. রাজু বলেছেন: হতেও পারে। কিন্তু এটা কেমনে সম্ভব ভাই। খালা-ভাগ্নে কি বিয়ে হয়।
৮| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: বেশির ভাগ ছবিই আগে দেখে ফেলেছি
সুন্দর পোস্ট
০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:২৫
আর. এন. রাজু বলেছেন: তবুও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
৯| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:৩১
অনিন্দিতা দাশ বলেছেন: @আহলান ভাই, খালা ভাগ্না বুঝলাম না।
০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:৩৪
আর. এন. রাজু বলেছেন: ঠিক, আমিও বুঝিনি ভাই।
১০| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:৫৪
রাশা নোয়েল বলেছেন: অদ্ভুত কিছু ছবি। ভালো লেগেছে কয়েকটা।
০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:৫৭
আর. এন. রাজু বলেছেন: খুশি হলাম ভালো লেগে শুনে।
১১| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:০০
জ্ঞানহীন মহাপুরুষ বলেছেন: আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রেখেছেন। ধন্যবাদ।
০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:০১
আর. এন. রাজু বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ @মহাপুরুষ
১২| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৩৮
খোলা মনের কথা বলেছেন: সবগুলো ছবি যেন অসাধারণ। তবে কয়টা ছবি গ্রাফিক্স কাজ আছে। সব মিলে +++
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৫
আর. এন. রাজু বলেছেন: হলেও হতেও পারে ভাই।
কোনটি হতে পারে।
আর দেখার জন্য অনেক ধন্যবাদ ভাই।
১৩| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৪
জনৈক অচম ভুত বলেছেন: দুর্দান্ত কালেকশন।
কয়েকটায় বেশ বিনোদন পেলাম।
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:২৮
আর. এন. রাজু বলেছেন: ধন্যবাদ
১৪| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অসাধারণ!
ধন্যবাদ আর, এন, রাজু।
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:২৯
আর. এন. রাজু বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১৫| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৫২
অতৃপ্তচোখ বলেছেন: অসাধারণ সব ছবিগুলো হৃদয়কাড়া। খুব সুন্দর ছবিগুলো একত্রে দেখানোর ব্যবস্থা করার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৩
আর. এন. রাজু বলেছেন: ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য।
১৬| ০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার সংগ্রহ! ক্যাপশনগুলোও সুন্দর ।
হ্যাঁ, ওরা খালা-ভাগ্নে । মিডিয়াতেও তো এসেছিলো ব্যাপারটা ।
০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১২
আর. এন. রাজু বলেছেন: ধন্যবাদ উৎসাহ দেবার জন্য।
আচ্ছা ভাই একটা প্রশ্ন করি- খালা ভাগ্নে কিভাবে বিয়ে হতে পারে..??
১৭| ০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: এটা আমার মাথায়ও ধরেনা; তবে এমনটাই ঘটেছিলো চট্রগ্রামে । ওদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো । একদিন এলাকাবাসী তাদের ধরে ফেলে; বিয়ে পড়িয়ে দেয় । মাঝখানেরজন পাত্রের মা, পাত্রীর বোন ।
০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:৫৪
আর. এন. রাজু বলেছেন: ও আচ্ছা। তাহলে তো মেয়েটা তাঁর বোনের ছেলেকে বিয়ে করল আর ছেলে তার খালা কে।
শুনতেই আজব লাগছে!
১৮| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ১২:৫৭
মো: হাসান আল মামুন বলেছেন: সম্ভব সুন্দর
০৩ রা জুলাই, ২০১৬ সকাল ৮:৪২
আর. এন. রাজু বলেছেন: টেনকু ভাই
১৯| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ২:২৩
মুসাফির বাদশা বলেছেন: ঠেনকু লাগবে নারে। চুনডোর হৈচে
০৩ রা জুলাই, ২০১৬ সকাল ৮:৪২
আর. এন. রাজু বলেছেন: টবুও টেনকু
২০| ০৩ রা জুলাই, ২০১৬ সকাল ৭:০১
সুবল চন্দ্র বর্মন বলেছেন: বেশ ভালই লাগল। এরকম আরো চাই। ভাল থাকবেন ।
০৩ রা জুলাই, ২০১৬ সকাল ৮:৪৩
আর. এন. রাজু বলেছেন: ঠিক আছে। ধন্যবাদ।
২১| ০৩ রা জুলাই, ২০১৬ সকাল ৮:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: খিক খিক খিক, ব্যফক মজা পািলাম
০৩ রা জুলাই, ২০১৬ সকাল ৮:৫৭
আর. এন. রাজু বলেছেন: ধন্যবাদ ভাই।
২২| ০৩ রা জুলাই, ২০১৬ সকাল ৮:৫৬
অনিন্দিতা দাশ বলেছেন: সুন্দর হয়েছে
০৩ রা জুলাই, ২০১৬ সকাল ৮:৫৭
আর. এন. রাজু বলেছেন: তোমাকেও আবার ধনুবাদ।
২৩| ০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৪৯
রাশেদ রাহাত বলেছেন: বাহ্ অসাধারণ শিল্প।
০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
আর. এন. রাজু বলেছেন: ধন্যবাদ।
২৪| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১২:১১
SwornoLota বলেছেন: ৪ নম্বরে তো সংসদ ভবন না। ওটা স্টোন হেঞ্জ।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৪২
মিঃ অলিম্পিক বলেছেন: নাইচুন & সুন্দুর পুস্ট....