![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমহীন শেষ রাতের গল্পে আমি ও আমার মূহুর্তগুলি!
হিন্দুত্ব আজও যোজন যোজন ক্লোশ সমমান পিছিয়ে আছে। কেননা তারা এখনও তাদের গোত্র সুত্র জাতের বেদাবেদ নিয়ে পড়ে আছে। কোন মোহন দাশ বিয়ে করতে পারবেনা-কোন মোহনা নাথ-কে এবং কী তাদের মধ্যে মন দেওয়া নেওয়ার ব্যাপারটাও সম্প্রদায়ের বিরোদ্ধ। আর এদিকে সুজিত পাল কিনবা অজিত রায় বন্ধুত্ব করতে পারবে! কেননা,তারা উভয়-ই পুরুষ। অন্যদিকে বেদ-পুরান-গীতা-উপনিষদ এই সকল ধর্মীয় গন্থে সনাতন ধর্মের উচু জাত-নিচু জাতের মধ্যে বিবাহ দেওয়াটা নিষেধ দেয়া আছে বলে আমার মনে হয় না। তবে কেন? সম্প্রদায়,সম্প্রদায় বলে সনাতন ধর্মকে বহু ভাগে বিভক্ত করে দেয়া হচ্ছে? পাশের বাড়ীর মালঞ্চ সরকার নামক কোন মহিলা এসে যদি সামনের বাড়ীর সুভাষ দত্তকে ধর্মের বাবা বলে একটি সম্পর্ক স্থাপন করতে পারে, তবে এই বিবাহ বন্ধনে এত বাঁধার সৃষ্টি কেন ও তখন বুঝি তোমাদের হিন্দুত্বের উপর প্রভাব সৃষ্টি হয় নয়তো বা তোমাদের জাতের মানটা কমে যায়। কোন বল্লার সেন নামক রাজা এসে যদি এই বাঁধার সৃষ্টি করতে পারে তবে আমরা কেন পারবনা এই বাঁধার বাঁধ ভেঙ্গে দিতে। খুঁজে দেখেন ? বল্লার সেন নামক যেই রাজা এই সমস্যার সৃষ্টি করেছিল সেই কিন্তু সেন নামক সম্প্রদায়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। হয়েছে তার বানানো দাশ কিংবা পাল সম্প্রদায়ের মধ্যে। বেদে যাহা নিষেদ করা আছে,তাহা আমরা পালন করি। আর যাহা নিষেদ করা হয়নি,তাহা আমরা পালন করিনা। সত্যি কথা বলতে সনাতন ধর্মের প্রদান ধর্ম গ্রন্থ্ বেদ এখনও কেউ বোধয় চোখেই দেখেনি !! আর দেখবেই বা কী করে ওঠা খুলতে গেলে তো বন্ধ হয়ে যাবে বড় বড় স্বামীজীর রমরমা ধর্ম ব্যবসা। এই বিষয়ে যে,কথা বলতে যাবে তাকে নাস্তিক বলে টেলে দেয়া হবে অন্ধকার কারাবাসে !! এই হচ্ছে আদি পুরাতন সনাতন ধর্ম !! এই হচ্ছে তার ধর্ম ব্যবস্থা !! যেই পারছে সেই করছে তার মত করে ধর্ম পরিচালনা । আর কত করবে তোমরা এই সনাতন ধর্মকে অপমান ? আর কত করবে এই ধমর্কে ত্যাগ ? আর কত দিবে ধিক্কার ? শত আঘাত, শত যন্ত্রনা সহ্য করে আজও বদী ঠিকে আছে শত শত বছর পুরনো এই ধর্ম। আর অপর দিকে কোন শিক্ষিত হিন্দু ফ্যামিলি, সনাতন কিছু দেয়নাই বলে করে দিচ্ছেন ধর্ম ত্যাগ আর সাদরে গ্রহণ করছেন পরও ধর্ম !! এতটুকু ভাবেননি যে, আমি সনাতনকে কি দিয়েছি ? তাতে কী লাভ হয়েছে ? সে কী স্বর্গ প্রাপ্ত হয়েছে !! নাকী নরক লাভ করেছে !! এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে খুলতে হবে বেদ,বেদ কিন্তু বলেনি ধর্ম ত্যাগ করার কথা, তার পরও আমরা করছি। এই যে, বললাম যাহা করার কথা তাহা করিনা আর যাহা করার কথা বলা হয়নি তাহা করছি। সনাতন কারো পৈত্রিক সম্পত্তি নয়।সনাতন হল সভ্যতার দিকে এগিয়ে যাওয়া মহান এক পুরনো ধর্ম। এবার আসছি অন্য প্রসঙ্গে:- ঘুরে আসুন ১৪০০ বছর পুরনো ইসলাম ধমের্র ইতিহাসে তাদের বৈবাহিক অবস্থায় জাতের ভেদাবেদ বলতে কোনো শব্দ নেই। অপরদিকে ২০০০ বছর পুরনো খ্রিষ্টান ধর্মেও এই ভেদাবেদের কোনো স্থান নেই। তাহলে হাজার বছর পুরনো সনাতন ধর্মে কেন এই বেদাবেদ? আসলে এটা সনাতনের দোষ নয়,দোষ হল ধর্মগুরুদের! তারা তাদের মতন করে করছে ধর্মকে পরিচালনা। যত কুসংস্কারে ভরিয়ে দেয়া হচ্ছে সনাতন ধর্মকে।
তাই আসুন আর গর্বের সাথে বলুন আমি হিন্দু।
©somewhere in net ltd.