![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম নীল,আমি একটি কাল্পনিক চরিত্র।আমার সকল স্বপ্ন আর ভাবনাগুলো একজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিষণ্ণ আর মনমরা ছেলের চিন্তারই তুচ্ছ বহিঃপ্রকাশ যে তার লেখায় ঠিক মত যতি চিহ্নটাও ব্যবহার করতে জানে না।
নিলা,
প্রথমেই ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি তোমাকে। আমি তোমাকে এই পত্রটা আগেই লেখছি ১৪ তারিখের ভালোবাসা দিবসের কারণ আমি খেয়াল করেছি তুমি ১-২ দিন দেড়ি করে আমার মেইল গুলা পড় তাই আগেই লেখলাম এই পত্রটা। আবার মাঝে মাঝে পড়ার ও সময় পাও না। যাকগে, ভালবাসার দিবসের অনেক অনেক শুভেচ্ছা নিও। তুমি হয়ত ব্যস্ত আর হওয়াটাই স্বাভাবিক valentines week এ হয়ত তোমার valentine কে নিয়ে ব্যস্ত আছো।
অনেকগুলা প্রশ্ন আছে আমার মনে তোমাকে নিয়ে। তোমার নামটা কি এখন জানতে পারি? এই পত্রের এই প্রশ্নটার উত্তর দিও।
আচ্ছা কখনও কি তুমি নিজের প্রেমে পড়েছ?আমি কিন্তু প্রায়ই নিজেই নিজের প্রেমে পড়ি যদিও আমি দেখতে তেমন সুন্দর একজন কেও না। যদি কখনো নিজের প্রেমে না পড়ে থাকো তাহলে আয়নার সামনে যেয়ে ১০ মিনিট নিজেকে দেখবা। আমার বিশ্বাস তুমি নিজেই নিজের প্রেমে পড়ে যাবা। যদি তুমি ছেলে হয়ে থাক তাহলে বেশি বেগ পেতে হবে না, ৫ মিনিট আয়নায় নিজেকে দেখলেই তুমি নিজের প্রেমে পড়ে যাবা। তবে মেয়ে হলে নিজের প্রেমে পড়তে হয়ত একটু বেগ পেতে হয়। তাহলে শুনো বেশি কিছু করা লাগেনা মেয়েদের নিজের প্রেমে পড়তে। তুমি যদি মেয়ে হয়ে থাক তাহলে প্রথমেই তোমার চোখে কাজল দিবা। তারপর একটা শাড়ী পরবা নিল রঙের আর সাদা পয়ারের তবে কালো পয়ারের হলেও খারাপ দেখাবে না তাছাড়া তুমি চাইলে অন্য রঙের শারীও পরতে পার। চুলের মাঝ বরাবর এক্তা সিথি সিঁথি করতে পারো তাহলে প্রেমে পরতে সুবিধা হবে আর মনে রাখবা যদি চুলে খোঁপা করো তাহলে অবশ্যই বেলি ফুল গেথে নিবা আর যদি চুল খুলে রাখো তাহলে বেলি ফুলের মালা করে গলায় পরতে পারো। বিশ্বাস কর! আমি এটা লিখতে লিখতে তোমার ওই রুপের প্রেমে পোড়ে যাচ্ছি তবে এখনো বলা শেষ হয় নাই। কপালে টিপ দিতে ভুলে যেও না কিন্তু আবার, যদি নিল শাড়ী পড় তাহলে নিল অথবা সাদা টিপ দিও। হাতে কাঁচের চুড়ি পরবা শাড়ীর রঙের সাথে মিলিয়ে আর চাইলে ফুলের গহনা দিয়েও সাজতে পারো।সুন্দর লাগবে অনেক। যদিও আয়নায় তাকিয়ে নিজের প্রেমে পরতে চাইলে নূপুরের বিশেষ কোন দরকার নাই তবুও যেকোনো এক পায়ে নূপুর পরবা কারন সেটা তোমার মনে একটা অন্যরকম ভাললাগার জন্ম দিবে তখন তুমি নিজের রুপের প্রেমে না পরে থাকতেই পারবা না। আচ্ছা! বাসায় লাল আলতা আছে কি ? সেটাও চাইলে দিতে পার। যদি আয়নার তাকিয়ে নিজের প্রেমে পরার জন্য এই কাজ গুলা করো তাহলে আয়নার দিকে তাকিয়ে আমার কথা মনে করতে ভুলে যেয়ো না।
অবশেষে, আমি চাইব আমার তোমাকে লেখা শেষ ১০ টা চিঠি আবার পরো আর চিন্তা করে বলতো আমি তোমার সেই বড় পরিধির জিবনে একটু জায়গা করতে পেরেছি কিনা।
অপেক্ষায় রইব তোমার চিঠির। ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা নিও। হয়ত এই চিঠি তাও তুমি পরবে না আর যদি পোড়ে থাক তাহলে অবশ্যই ১৪ তারিখ এটার উত্তর দিও।
আমি বসে আছি তোমার চিঠির অপেক্ষায় স্ক্রীন এর এইপারে আর কল্পনা করছি তোমার সেই রুপ।
নিল,
©somewhere in net ltd.