![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন আছো জানতে চাওয়ার অধিকারহীন সম্পর্কের উপর দাড়িয়ে বলছি, ভালো আছো নিশ্চয়ই।গতকালের ঘটনাটা আমাকে অনেক পীড়া দিচ্ছে, আমার হয়তো তোমার সাথে এমন মিস বিহেইভ করা ঠিক হয়নি।আবার অয়নদের সাথে তোমার এমন আচরনও মেনে নিতে পারিনি। তবে সবার সামনে হাত ধরে তোমাকে টেনে নিয়ে আসার জন্য দুঃখিত। কারো সাথে প্রথম পরিচয়টা এরকম বিদকুটে হবে আশা করিনি।
ক্ষমা করে দিও ..... প্লিজ... (এম.সি কলেজ এর ক্যাম্পাসটা সত্যিই অনেক সুন্দর, তাই বিশ্বাস করি, ক্যাম্পাসে ফিরে ক্ষমা করে দিবে)
পুনশ্চ... পারলে ইশারায় হলেও বুঝিয়ে দিও ক্ষমা করে দিয়েছো.......।
শেষ করলাম-
আমি (Wine-R)
১২ আগষ্ট ২০০৩
সন্ধ্যা ৭.২৩
©somewhere in net ltd.