![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত মনের মানুষ হতে চাই !!!
স্বপ্নময়তায় ডুব -
ইচ্ছের মতো
স্বপ্ন দেখছি খুব !!
সাদা নীল সারি সারি মেঘে মেঘে
ভেসে ভেসে দূরে কাছে, কাছে দূরে
স্বপ্নময়তায় ডুব !!
তোমায়ে নিয়ে ভাবছি এখন খুব !!
ঘাস ফুলে দূলে দূলে
হেলে দূরে আগালে
কাঁশ ফুলে হারালে -
প্রকৃতির ভালোবাসায় জড়ালে -
স্বপ্নময়তায় ডুব
তোমার ভালোবাসার প্রয়োজন খুব !!
একা একা ভেবে ভেবে
রুপকথার জগৎ হারালে
খুজতে খুজঁতে পথ পাবো কবে
তোমার সাহায্যের হাত বাড়ালে
স্বপ্নময়তায় ডুব -
তোমার হাতটা সারা জীবন আমার হাতে থাকার প্রয়োজন খুব !!
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
নীলাবতীর নীল মেঘ বলেছেন:
ধন্যবাদ রাজকন্যা
২| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
মোঃ কবির হোসেন বলেছেন: বাহ্ অন্য রকম কবিতাতো। চমৎকার এবং অসাধারন। ধন্যবাদ।
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
নীলাবতীর নীল মেঘ বলেছেন: ধন্যবাদ কবির হোসেন ভাই
৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
অন্তরায়ন বলেছেন: স্নিগ্ধ কবিতা। ++++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
নীলাবতীর নীল মেঘ বলেছেন:
অশেষ ধন্যবাদ
৪| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৯
শাহরিয়ার নীল বলেছেন: হব পায়ের নুপুর,
কিংবা দুপুরবেলার ঘুম ভাংগা সুর.
০১ লা আগস্ট, ২০১৪ সকাল ১০:৩২
নীলাবতীর নীল মেঘ বলেছেন:
ভালো
৫| ০১ লা আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৭
চড়ুই বলেছেন: আপু আপনার কবিতাটি অসাধারণ হয়েছে। প্লাস দিলাম সাথে প্রিয়তে নিলাম। কবিতার ছবিগুলো আমাকে ছুঁয়ে গেলো। অসাধারণ।
০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৩
নীলাবতীর নীল মেঘ বলেছেন:
ধন্যবাদ --
অনেক দিন পরও যে কেউ - লেখা পড়ে - তা ভাবতে ভালো লাগে
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: স্বপ্নময়তায় ডুব -
তোমার হাতটা সারা জীবন আমার হাতে থাকার প্রয়োজন খুব !! ...
+++