![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি শুধু তাকেই
এ কথা সত্যি, মিছে নয়।
বসন্তের আগুন ঝড়া দিনগুলোতে আমি শুধু তাকেই ভালোবেসে যাই,
নব কুসুমের গন্ধমোহে, তার কথাই আমার পড়ে মনে,
ঝিলের পানকৌড়ির দলে, আমি তাকেই মিশিয়ে ফেলি বার বার,
এ কথা মিছে নয়, সত্যি।
ভালোবাসার কোন রঙ হয় না, সে কোন এক সাহিত্যিকের কথা,
তবে আমার প্রানের ভালোবাসা রঙিন,
মিছে নয়, এ কথা সত্যি।
কৃষ্ণচূড়ার ঝড়া লালে, আমি শুধু তাকেই ভিজতে দেখি,
এ কথা মিছে নয় গো.....
আমার ভালোবাসার কোন দিবসের নেই, নেই কোন আদিক্ষেতা করা সাক্ষাত আর কিছু বাড়াবাড়ি।
আমি তাকে প্রতিদিনই ভালোবাসি, তাই আমার ভাষ্য প্রকাশ একটি সাধারণ গোলাপেই।
আর কিছু নেই, সে বোঝে.....
পৃথিবীর সব পুষ্পমাঞ্জলির প্রয়োজন নেই এ কথা বলতে।
হ্যাঁ, এ কথা মিছে নয়, সত্যি
আমি শুধু তাকেই ভালোবাসি।
©somewhere in net ltd.