![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি নীড় ছাড়া দলছুট পাখি হও,
তুমি সঙ্গ পাবে আমার।
যদি পারো, এভাবে, এক জীবন উৎসর্গ করে দাও পৃথিবীর জন্যে,
আমি এ পৃথিবীকে সোনা করে দেব কবিতা দিয়ে।
যদি সচেতনে এক বা হাজার অনিত্য রহস্য জানতে চাও,
তুমি সঙ্গ পাবে আমার।
আশ্চার্য যাদুর রক্ত প্রদীপ বিভীষিকা উন্মাদ করে দেব আমৃত্যু নির্বিঘ্ন চোখে।
যদি জানো, মাতা-পিতা স্নেহের পিছুটান, সবার মাঝে তুমি একা
তাহলে এসো, আমার হাতে প্রথম পদক্ষেপ রেখে এসো,
আমরা আগুন নিভিয়ে আসি এবার-
সেখানে ফলবে সোনালী শস্য আগামীর সন্তানদের।
আমি একা অসহায় ছিলাম,
অকূল সমুদ্রের ওপারে জীবনানন্দ বনলতার আহ্বানে কবিতা লিখেছে,
সে তরুণ বিচ্ছেদ আহাজারি শুনতে পেয়েছি সমুদ্রের এপার হতে।
তাই বলছি তোমায়, নীড় ছেড়ে দাও,
নিজেকে উৎসর্গ করবে বলো এই পৃথিবীর জন্যে,
আমি এ পৃথিবীকে সোনা করে দেব কবিতা দিয়ে।
২| ২৬ শে মে, ২০১৮ রাত ১১:১৪
স্ব বর্ন বলেছেন: ভালই লাগল ।সময় পেলে আমার ব্লগেও ঘুরে আসুন আমি ব্লগে নতুন।।
৩| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা জীবন বাবুর স্বাদ পেলাম !!!
লিখতে থাকুন ......
৪| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:২১
হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।
৫| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:০১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৮ রাত ১১:১৪
কাইকর বলেছেন: আহা...কি সুন্দর কবিতা। পড়ে মন ভরে গেল।ধন্যবাদ আপনাকে