![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতদিন আছি বেঁচে আমার কৃতজ্ঞতা তোমাদের প্রতি—
একজন কবি ও এক আকাশ মেঘের প্রতি।
অসংখ্য ফলদ নুয়ে পড়া তরু, সবুজ ঘাসগুলো
মানুষের বেদনার দান অশ্রুর নিয়তি।
আমার বিষণ্ণতা ও উল্লাসের দাতাদের প্রতি
যেসব প্রিয়মুখ গেছে ধুয়ে,
সময়ের স্রোত ভ'রে নিরবতা নিয়ে,
আমার কোমল মায়ের প্রতি এবং প্রেমিকারা।
আমি কৃতজ্ঞ, কৃতার্থ।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই ধরনের লেখা গুলো আমার খুব প্রিয়। ধন্যবাদ কবি।ভালো থাকবেন।
৩| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৫
অধীতি বলেছেন: কি অবলীলায় করিলেন বর্ণন।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।