![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[চিত্র- ইন্টারনেট]
তুমি ক্ষমা করবে জানি বলেই দুর্ব্যবহার করে ফেলি
তুমি ক্ষমাকর ক্ষয়িষ্ণু, চঞ্চল দোতারা।
তুমি শুশ্রূষা করবে জানি বলেই আহাত হই ভেবে
করি অদ্ভুত বেত্রাঘাত, সমস্ত কেঁপে ওঠে শুধু
তুমি স্থির করে দেবে বলে মঙ্গল সেবিকায়।
এ হৃদয় পেলে কোথায়?
সবচে বিষাক্ত তীর ছুঁড়ে দিই, করি অবজ্ঞা
রাজ্যের বিদ্রুপ ঝেড়ে করি আমার নরকফসল,
সেখানেও সুমিষ্ট ফলাও কী করে, সে কোন মাতৃহৃদয় নিয়ে
করো অক্লান্ত অমর সাহিত্য রচনা?
কী করে?
কী করে?
২| ০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বেশ জটিল। ভালো লেগেছে।
৩| ০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩০
কবি হাফেজ আহমেদ বলেছেন: শুভকামনা রইলো!
৪| ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
৫| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০২
বিজন রয় বলেছেন: কবিতাটি বুঝতে বুঝতে আমার গুলিয়ে গেল।
শুরুটা ভাল ছিল।
শুভকামনা।