![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই চাঁদ আর আলোর চুম্বন অর্ধমগ্ন রাত্রির আঁধারে মদিরার শূণ্য পাত্রে এসে বাতাসের রূপ, তাচ্ছিল্যের স্বরে দোল খায়।
ঝুলতাঁরাগুলো দোল খায় যেন মোর টলটলে ঝাপসা চোখের উপরে। নিজেকে স্থির করে ধরে রাখি, কঠিন বাতাসের দোলা পর্দার আঘাতে ভেঙে পরে কালোমদিরপাত্র।
খবরে এখনো বখতিয়ার আসে তার আধুনিক অস্ত্রের সৈন্য সওয়ার নিয়ে- বিদ্যুৎ বেগে, দেশ-দেশান্তরে আগুন জ্বলে, কোপ খেয়ে মরে মেধাবী।
কী আসে যায়! কী আসে যায় তাতে!
হাজার পঙ্গুশিশু মাতৃজঠরে বেড়ে ওঠে দিনের পর দিন, জন্মের পর প্রথম যে অস্ত্রটি তুলে নেয় তার গর্ভধারিণীর প্রতি, তাতে শুয়ে বসে শান দেয় কৌটিল্যের শিষ্যগণ।
বখতিয়ার আর এই চুম্বন; কতটুকুই বা তফাৎ তাতে, হিংসার আঘাতে নিভে যায় ঝুলতারাঁগুলো। আমাদের প্রেমের ফসল ভরে ওঠে কুলাঙ্গারে।
তাই সরে যাই,
যতটা সরে যাওয়া যায়, ততটাই সেরে উঠি।
২| ০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কষ্ট কবিতা ভালো লাগলো
৩| ০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০১
জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতা ভালো লেগেছে।
৪| ০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +
৫| ০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: পাঠ করলাম।
বড্ড অগোছালো মনে হলো।
৬| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২২
অধীতি বলেছেন: হতাশা না মুক্তি না আহ্বান না আশা
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা মোটামুটি হয়েছে। শুরুটা ভালো ছিলো। ম্যাটাফোরগুলো মন্দ নয়।
তবে দ্বিতীয় লাইনে মোর শব্দটি কেন যেন ঠিক যাচ্ছে না।
শুভেচ্ছা রইল।