![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সবকিছুই যেন চাহিদা
আমাদের নিশ্বাস,
আমাদের কথাবার্তা,
আমাদের পরিবার,
আমাদের ভদ্রতার আড়ালে লালায়িত জিহ্বা,
আমাদের সবকিছুই এক একটি চাহিদার নামান্তর।
জীবন একটি নিরন্তর শিখা
পুড়ে অঙ্গার করে শিখাবে- সম্পর্কগুলো কেবল নাম-রূপ
প্রকৃত অর্থে কোনও কিছুরই কোনও ভিত্তি নেই
এই লাভের বাজারে।
কি নামে ডাকবে?
মাতা?
পিতা?
পুত্র/কন্যা?
সবই মোহের নামান্তর করে রেখেছি সম্পর্ক দিয়ে।
তাই এই সম্পর্কের মানে নির্ভরতা।
যেখানে যত নির্ভরতা, সেখানে তত গভীর সম্পর্কসোপান
হেঁটে হেঁটে পাড়ি দিতে হবে এক ক্লান্ত-জীর্ণ, অর্থহীন,
গাধারগন্ডির পরবাস।
১১ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪০
নীলকান্ত দা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।