নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাঝে আমি অমানুষ। কোন সভ্য রুপের মাঝেও অসভ্যতা বিরাজিত

নিলয় নীল

মানুষের ভীড়ে অমানুষ একটা। বাস্তবতার সাথে তাল মেলে না। গতিশীল ফুটবল এর মত ভবঘুরে আমি

নিলয় নীল › বিস্তারিত পোস্টঃ

সময় থাকলে পরবেন

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২৮

আমি ব্যক্তিগত ভাবে অনেকের সাথে কথা বলে দেখেছি তারা অনেকেই সতন্ত্র ভাবে তাদের শক্তি সর্ম্পক্যে অবগত নয় বা ব্যবহার বিধি সর্ম্পকে অজানা। অথচ এই কোয়ন্টামের অতিত অনেক বিশাল, কোন ব্যক্তি যদি সতন্ত্র ভাবে কোয়ান্টাম ব্যবহার করে তবে হয় সে কোন মহামানব হবে নতুবা মহা শয়তান হবে (নিশ্চিত), সে হবে অকল্পনিয় শক্তির অধিকারী। কিন্তু আমাদের কে যে ভাবে কোয়ন্টামের শুরু করা হয় তা প্রথমেই আমাদের স্বতন্ত্র শক্তিকে রুখে দেয় এবং অন্যের সাম্যক শক্তির ছটা হিসেবে কাজ করে যেতে হয়।। এটা কি বলবো ধোকাবাজী নাকি চালাকি। এমনও হতে পারে যে সমাজে অস্তিরতা সৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্যই এমনটা করা হয়।।
আপনি যদি তন্ত্র, মন্ত্র, দোওয়া ইত্যাদি সম্পূর্ণরূপে অবিশ্বাষ করেন তবে আপনাকে আমি বলবো কয়েকটি জিনিস একটু পরিক্ষা করে কারন গুলো বলুন-
o আপনি একটি ফলবান গাছে (যে গাছের ফলে পোঁকা ধরেছে) দুইটি সুদ খোর ও একটি ঘুষ খোর ব্যক্তির নাম উল্লেখ করে লিখে গাছে ঝুলিয়ে দিন কয়েকদিনেই দেখবেন সকল পোঁকা চলে গেছে। কিন্তু কেন ?
o আপনি পছন্দ করেন কথা বলতে চান কিন্তু অপরপক্ষ আপনাকে পছন্দ করে না বা কথাও বলে না এমন কারও মাথার তিনটি চুল সংগ্রহ করে আপনার মাথার তিনটি চুল সহযোগে একটি মোমবাতীর (দিয়াশালাই/ম্যাচ দিয়ে জ্বালান)আগুনের সামনে বসে যে কোন কালী মন্ত্র ১০৮ বার উচ্চারন করে তা আগুনে পুড়ীয়ে দিন। সেই ব্যক্তি আপনার সাথে তাৎক্ষনিক সুন্দর আচরন সহ আপনাকে ভদ্রভাবে উপস্থাপিত হবে। কিন্তু কেন ?
o আপনার ঘনিষ্ট কোন বন্ধু, বান্ধবী, প্রেমীকাকে আপনার ব্যবহৃত রুমালটি উপহার দিন সে কয়েকদিনের মধ্যে তার সাথে আপনার সর্ম্পক্যের ব্রেক আপ হবে। কিন্তু কেন?
o আপনার পা, হাত বা কোমর মচকে গেছে প্রচন্ড ব্যথা অনুভব করছেন, আপনি উল্টো জন্মেছে (সাধারনত সন্তান জন্মগ্রহন করে প্রথমে মাথা পরে পা কিন্তু অনেক সময় প্রথমে মাথা বেড় হয়) এমন কাউকে দিয়ে সেখানে তিনটি লাথি মারিয়ে নিন, সর্ব্বচ্য তিন দিনেই তা বিনা ঔষধেই সেরে যাবে। কিন্তু কেন ?
o আপনি যতই আর্থিক ভাবে স্বচ্ছল ব্যক্তি হউন না কেন, আপনি পরপর কয়েকদিন রাত্রের বেলা মুখে পানি নিয়ে কুলী কুলী করে বাসার/ঘরের বাইরে ফেলুন আপনার কয়েকদিনের মধ্যে আপনার আর্থিক সমস্যা দেখা দেবে। কিন্তু কেন ?
o যে সকল শিশু রাত্রে ঘুমের ঘোরে চমকে চমকে উঠে তাদের বালীশের নিচে এক টুকরো কাচা লোহার কোন অস্ত্র বা ফিটকিরি রেখে দিন সে শান্তিতে ঘুমাবে। কিন্তু কেন ?
এমনি অসংখ্য ঘটনা আমাদের একটু হের ফেরের কারনেই ঘটে থাকে বা আমরা ঘটাতে পারি এর কোন ব্যখ্যা সায়েন্স দিবে কি ?
টাইটানিক জাহাজ ধ্বংসের ঠিক ১০০ বছর পূর্বের একটি উপন্যাস “টাইটান” যে উপনাস্যের হুবহু ঘটনার পূনরাবৃত্তি ঘটে টাইটানিক জাহাজে। কিন্তু কেন ? শুধুই কি কাকতালিয় ?
পিরামীডের মমি রহস্য- যা আজ অব্দি অভিসপ্ত হিসেবে পরিচিত অনেকেই কোন না কোন ভাবে এর অভিসাপের স্বিকার এর অসংখ্য ইতিহাস আছে, বিস্তারিত জানতে একটু নেট ঘাটলেই এমন ভুরী ভুরী পাওয়া যায় । কিন্তু কেন ? সবি কি নিছক দুর্ঘটনা ?
প্রতিটি মানুষ, আপনি নিজেই একটু খেয়াল করুন মাসের নির্দিষ্ট একটি দিন বা সপ্তাহের নির্দিষ্ট একটি দিন বা কোন নির্দিষ্ট সংখ্যার সাথে রয়েছে আপনার তিক্ত বা মধুর সর্ম্পক্য । কিন্তু কেন ?
আপনি ঘুমের মধ্যে প্রতিদিনই কিছু না কিছু স্বপ্ন দেখেন । কিন্তু কেন এই স্বপ্ন বা কোথা থেকে আসে এ গুলো ? আবার কিছু স্বপ্ন সত্যি হয়ে যায় কখনও কখনও সেটা কিভাবে হয় ?
কেন আমাদের মনের মাঝে ভবিষ্যৎ দুর্ঘটনা বা শুভ কাজের আচ অনেক সময় হয়ে থাকে ?
এমন কত রহস্যই না আমাদের মাঝে বিরজমান । কিন্তু আমরা প্রতিনিয়তই তা দৃষ্টি গোচর করি না।
আমার এক নানী আছে যাকে দেখতাম সে যদি কোন শিশু অত্যাধিক কান্নাকাটি করে তবে তাকে কিছু পড়ে একটি বা দুটি ফু দিয়ে দিলেই একদম শান্ত হয়ে যেত।
আবার আমার গ্রামের এক চাচা সর্ম্পকের এক ব্যক্তি কারও গলায় মাছের কাটা বিধলে, কিছু পড়ে গলার বাইরে এক বা দু মিনিট আঙ্গুল ঘুরাতো ব্যাস কাটা উধাও কোন কিছুই খেতে হতো না।
এমন’ই অসংখ্য ঘটনা আপনি নিজেই দেখতে পাবেন একটু চোখ, কান খোলা রাখুন আপনার চারপাশেই।।
আমরা এই প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অংশ প্রকৃতি আমাদের নিয়ন্ত্রন করে, বর্তমানে প্রকৃতির কিছু অসামজস্যতা আছে ঠিকই কিন্তু প্রকৃতি আমাদের তেজ্য করে দেয় নি ।
আমাদের ৯/১১ টি গ্রহ আমাদের প্রত্যেক মানুষের জীবনকে ঘিরে রেখেছে । প্রত্যেকেরই রয়েছে অসম্ভব শক্তিপূঞ্জ একটি চন্দ্র বিশাল সমুদ্রের জলরাশীকে উথাল পাথাল করে দেয়, সে তুলনায় কি আমরা নেহায়েত ক্ষুদ্র প্রানী নই।।
আমার এই লেখার অর্থ এটা নয় যে আপনারা সবাই স্বাভাবিক জীবন যাত্রা বাদ দিয়ে সকলে গিয়ে কোন তান্ত্রিকের দাঢ়ে ধর্ণা দেন। আমার উদ্দেশ্য কিছু লোক চোখ বন্ধ করে বলে দেয় এ সবি মিথ্যা এটার কোন সত্যতা নেই ভুয়, ভন্ডামী তাদের সামনে কিছু তুলে ধরা এবং এটা প্রমান করা যে এই লাক্ষ বছরের ঐতিহ্য আমাদের শুধুই ভন্ডামী সেখায় নি। এর মাধ্যমে আমাদের প্রয়োজন মেটানোর কিছু অবশ্যই দিয়েছে। যার অনেক আছে অসম্ভব শক্তি ধারন করে। যে কেউ এর যথার্থ প্রয়োগ করলে এর হিত এবং বিপরীত দুই ধরনের ফলাফল অবশ্যই পাবে।। কেউ হয়তো এটা ব্যবহার করে মন্দ উদ্দেশ্য নিয়ে আবার কেউ শুভ/ভালো উদ্দেশ্য নিয়ে ।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, লিখাটিতে বেশ ভাবনার বিষয় আছে ।
শুভেচ্ছা জানবেন

২| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৫

নিলয় নীল বলেছেন: ওয়েলকাম। ভাবনার অনেক কিছু আছে যেগুলা আমি সমাধান পাচ্ছি না। পোস্ট এ আমি তেমন কিছু তুলে ধরার চেস্টা করেছি

৩| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৬

নিলয় নীল বলেছেন: ওয়েলকাম। ভাবনার অনেক কিছু আছে যেগুলা আমি সমাধান পাচ্ছি না। পোস্ট এ আমি তেমন কিছু তুলে ধরার চেস্টা করেছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.