নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাঝে আমি অমানুষ। কোন সভ্য রুপের মাঝেও অসভ্যতা বিরাজিত

নিলয় নীল

মানুষের ভীড়ে অমানুষ একটা। বাস্তবতার সাথে তাল মেলে না। গতিশীল ফুটবল এর মত ভবঘুরে আমি

নিলয় নীল › বিস্তারিত পোস্টঃ

এনার্জি ড্রিংক আর বাস্তবতা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০০


উপরের চটকদার ছবির সাথে সবাই কম বেশি পরিচিত। নাম এনার্জি ড্রিংক। খাইলেই সব সম্ভব নাকি!কেউ কি খেয়ে ফল পাইছেন?আসলে বাস্তবে কোন কাজ ই করে না এগুলা। শরীরে বারোটা বাজায় এগুলা একজাতিয় নেশা দ্রব্য বলতে পারেন। এগুলা মাদকাসক্ত বানায়।মাত্রাধিক ক্যাফেইন থাকে যা মাদকাসক্ত বানায়। আর কিছু ড্রিঙ্ক আছে যেগুলা নাকি সেক্স পাওয়ার বাড়ায়!! এগুলা আপনাকে ধীরে ধীরে দুর্বল করবে আরো।
জুলাই মাসে মাদক দমন অধিদপ্তর কিছু নমুনা সংগ্রহ করে
ঢাকা-৮
চট্রগ্রাম-১১
রাজশাহী -৯
খুলনা-২৪
মোট ৫২ নমুনা সংগ্রহ করে। এতে পাওয়া যায়
৩১টিতে-অতিরিক্ত ক্যাফেইন
২৩ টি তে- যৌন উত্তেজক
৮ টি তে ক্ষতিকর আলকোহল
আর সব গুলাতে সিলডেনফিল নাইট্রেট থাকে যা কান্সার ঘটাতে পারে
আর হাস্যকর ব্যাপার এগুলা নাকি সব অনুমোদন প্রাপ্ত।
মাস তিনেক আগে স্বরাষ্ট মন্ত্রনালয় কিছু এনার্জি ড্রিঙ্ক কে মাদকদ্রব্য সাথে শামিল করেছে। কয়েকটা হচ্ছে পাওয়ার, স্পিড, ব্লাক, জিনসিন,স্টিং রেডবুল আর নাম মনে মাই আমার।
তাই ভাই খাওয়ার আগে একটু ভাববেন কি খাচ্ছেন!

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৪

মো:সাব্বির হোসাইন বলেছেন: ধন্যবাদ এই বিষয় টি জানানোর জন্য।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩১

নিলয় নীল বলেছেন: আপনাকে ধন্যবাদ পড়ার জন্য

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৭

একটি পেন্সিল বলেছেন: আরো বিস্তারিত জানতে চাই।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩০

নিলয় নীল বলেছেন: ভাই আর কি জানতে চান? যেটুক তথ্য দেওয়ার দিছি।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৫২

রক্তিম দিগন্ত বলেছেন: এনার্জি ড্রিংকে খুব একটা আগ্রহ নাই। মাঝে মাঝে স্পিড খেতাম আগে, এখন তাও না।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৮

নিলয় নীল বলেছেন: না খাওয়া টাই ভালো ভাই

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৯

নিলয় নীল বলেছেন: আর হা আমার আপনার না থাকলেও শ্রমজীবী মানুষের মাঝে ৮০% আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.