নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাঝে আমি অমানুষ। কোন সভ্য রুপের মাঝেও অসভ্যতা বিরাজিত

নিলয় নীল

মানুষের ভীড়ে অমানুষ একটা। বাস্তবতার সাথে তাল মেলে না। গতিশীল ফুটবল এর মত ভবঘুরে আমি

নিলয় নীল › বিস্তারিত পোস্টঃ

ইংরেজি সাল থেকে বাংলা সাল রুপান্তর

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৮




ইংরেজি সাল থেকে ৫৯৩ বিয়োগ করলে পাবেন
বাংলা সাল......
-
বাংলা ১লা বৈশাখ সবসময় ইংরেজি এপ্রিল মাসের ১৪
তারিখে শুরু হয় এবং অন্যান্য মাস গুলো ইংরেজি
মাসের ১৩-১৬ তারিখের মধ্যে হয়ে থাকে।
-
এবার জেনে নিন ইংরেজি মাসের কত তারিখে বাংলা
মাস শুরু হয়।যেহেতু ইংরেজি ১৩-১৬ তারিখের
মধ্যে বাংলা সব মাসের শুরুর দিন থাকে তাই কোডটি
মনে রাখুন।
-
**কোডটি হলঃ- (৪ ৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫)
-
[[কোড এর ব্যাবহার: ৪ মানে ইংরেজি ১৪ তারিখ, ৫
মানে ইংরেজি ১৫, ৬ মানে ১৬ তারিখ]]
-
উদাহরনঃ কাজী নজরুল ইসলামের জন্ম:- ১৮৯৯
সালের ২৫ মে। এখন ১৮৯৯ থেকে ৫৯৩ বাদ দিন
থাকে ১৩০৬। অর্থাৎ বাংলা ১৩০৬ সালে কাজী
নজরুলের জন্ম সাল। এবার ২৫ মে থেকে বাংলা মাস
বের করুন। আমাদের কোডের ১ম টি অর্থাৎ ৪
মানে এপ্রিল এর ১৪ তারিখ ১লা বৈশাখ।তারপর আছে ৫
মানে ১৫ মে অর্থাৎ ১৫ মে জ্যৈষ্ঠ মাসের ১ তারিখ।
তাই ১৫ থেকে ২৫ পর্যন্ত ১১ দিন অর্থাৎ ১১ জ্যৈষ্ঠ
১৩০৬ বাংলা কাজী নজরুল ইসলামের জন্ম সাল।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৬

প্রামানিক বলেছেন: দারুণ পোষ্ট।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৮

নিলয় নীল বলেছেন: ধন্যবাদ ভাই

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২১

ধ্রুবক আলো বলেছেন: দারুন একটা পোষ্ট

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪১

নিলয় নীল বলেছেন: ধন্যবাদ

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮

সজুসজীব বলেছেন: অসংখ্য ভাললাগা, আর ভালোবাসা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪১

নিলয় নীল বলেছেন:

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪৪

রক্তিম দিগন্ত বলেছেন:


এটা আগে থেকেই জানা ছিল। নতুন করে শেয়ার করায় কৃতজ্ঞতা জানাচ্ছি তবুও। যারা না জানে তারা জেনে নিতে পারবে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১০

নিলয় নীল বলেছেন: ধন্যবাদ ভাই আমি নিজে কিছু দিন আগে যেনেছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.