|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
একদিন এক মা তার ৪ ছেলেকে ভাত খেতে দিয়েছে সেইদিন আবার খাবার  আয়োজন ছিলও ভালো ।ছোট ছেলেটি খাবার সময় সে নিজে নিজেই অনেক ভাত তরকারী প্লেটে নিয়ে একবারে মাখায়ে নিয়েছে সবার আগে তাতে মা এবং ভাইয়েরা কিছু বলেনি যেহেতু সে ছোট তাই কিন্তু পরে সে আর তার মাখানো ভাত খেতে পারেনি তখন মা তাকে আঞ্চলিক ভাষায় বলছে যে মাহালু তে  খাবুলা ক্যা । তার উত্তরে  ছেলেটি বলছে যে এর উত্তর মা ২ টি  , তখন মা বলছে ২ টি উত্তরই বল , তখন ছেলেটি প্রথম উত্তরে বলছে যে সেদিন ভালো ভালো অনেক তরকারী দেখে ভেবেছিলাম অনেক ভাত খাবো কিন্তু পরে আর খেতে পারিনি শত চেষ্টা করেও কারন অনেক আগেই পেট ভরে গিয়েছিলো মা , তার ২য় উত্তরে বলছে যে , মা তোমাকে একা একা প্রতিদিন রান্না করতে হয় আর তোমার  ছেলে বউরা বাইরে কাজে ব্যাস্ত থাকে  তাই যেদিন তুমি বেশী তরকারী রান্তে যাউ সেদিন তরকারী ভালো হয় না তাই মা তোমার এক তরকারী রান্নাই অনেক  ভালো হয় তাইতো মা আগে কতো ভাত খেয়েছি । ছেলেটির ২য় উত্তর ছিলও কৌ্তুহলি মুলক তাই আঞ্চলিক ভাষায়  একে বলে থাকে মাহালু তে খাবুল্যা ক্যা আর এর বিকল্প কথায় বলে যে ,
 সমাজে এমন কিছু লোক আছে যারা সব কাজের বা কথার আগে আগে থাকে শুধু কিন্তু একটি কাজও পারেনা বা করেনা শুধু ঝামেলা বা বিতর্ক  সৃষ্টি করে । 
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.