|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
অনেক দিন ধরেই শুনছি দেশের তেল গ্যাস রক্ষা নিয়ে নানা কথা  এমনকি একটি কমিটিও তৈরি হয়েছে । 
তেল গ্যাস আমাদের  সম্পদ যে সম্পদ দিয়ে আমরা আমাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করতে পারি বোধ হয় এবং যে দেশে যতো খনিজ সম্পদ বা প্রাকিতিক সম্পদ আছে তাদের ততো আর্থিক অবস্থা ভালো বোধ হয়  । আমাদের তেল গ্যাস কি   আন্ডার  গ্রাউন্ড পাইপ লাইন দিয়ে কি পাচার হয়ে যাচ্ছে নাকি জারে বা সিলিন্ডারে ভরে পাচার বা রপ্তানি হয়ে যাচ্ছে । তাহলে সমস্যা কোথায় তা বুঝতে পারছিনা  । এক্ষেত্রে সাধারন মানুষ মনে করে যে সরকার  তেল গ্যাস বোধ হয় পাচার  করে দিচ্ছে কালোবাজারির মাধ্যমে  তাই এই বিষয়ে একটি  সুস্পষ্ট ব্যাখ্যা  প্রয়োজন বলে মনে করি । কোনও সরকার কি এই কাজ করতে পারে ? তা যদি না পারে তাহলে আমার তেল গ্যাস আমি বা আমরা উত্তোলন করবো কিন্তু আমাদের কি সেই কারিগরি ক্ষমতা  বা সরমজাদি আছে যা দিয়ে আমরা উত্তোলন করবো  আমাদের খনিজ সম্পদ ।  আমার তো মনে হয় আমাদের অনুসন্ধান করার অর্থ বা ক্ষমতা আছে বলে মনে হয় না  ।  এই কাজগুলি করতে কোনও দেশ বা সংস্থাকে টেন্ডারের  মাধ্যমে যদি কাজ দেওয়া হয় তাতে আপত্তি কিসে তাছাড়া দরপত্রেরও একটি নীতিমালা আছে বোধ হয় । যদি কোনও দেশ বা দরদাতা তার লাভ বা তাদের  নীতি  পুরন না হওয়া পযন্ত ক্কাজ না করে সেক্ষেত্রে আমাদের কি করনিয় আছে । কিংবা আমাদের দেশের সর্ত অনুযায়ী কেউ যদি না আসে সেক্ষেত্রে আমরা কি করবো । কোনও উত্তোলনকারী সংস্থা যদি ৫০ ভাগ ৬০ ভাগ নিরখরচায় চায় সেক্ষেত্রে আমাদের সমস্যা কথায় কারন আমাদের দেশেই তো আমরা আমাদের  জমি চাষ করার জন্য ৫০ ভাগ থেকে ৬০ ভাগ ইজারা দিচ্ছি ।  কারন আমার পক্ষে জমি চাষ করা বা আবাদ করা সম্ভব নয় তাছাড়া আমাদের যে খরচ হবে তাতে আমাদের পোষাবে না  তাছাড়া আমরা নিখরচায় যা পাচ্ছি সেটাই আমাদের লাভ মনে করছি । তাই যারা আবাদে পারদর্শী বা যারা আবাদ করে লাভ করতে পারে তারাই আমাদের কাছ থেকে জমি লীজ নেয়  নতুবা আমাদের জমি পতিত পড়ে থাকতো বোধ হয় । সুতারাং আমাদের তেল গ্যাস আমরা যদি কম খরচে বা নিজেরা উত্তোলন করতে না পারি তাহলে  ৫০ / ৬০ ভাগে লীজ দিলে অসুবিধা কোথায়  । আবার খনিজ সম্পদ যে আমাদের দেশের নীচের স্তরেই থেকে যাবে স্থায়িভাবে   তার কি নিচ্চয়তা আছে তা তো অন্যদেশের স্তরেও  চলে যেতে পারে  । মহান সৃষ্টি কর্তা সারা দুনিয়ায় নানা সম্পদ দিয়েছেন যা ফুরাবে আবার সৃষ্টি হবে  । তাই আমার মনে এসবের সদব্যাবহার করাই ভালো নতুবা একমন ঘিও জুটবেনা রাঁধাও নাচবেনার মতো হতে পারে ।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.