|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 


আমরা কতো রকম পোলা পান তার নেই কোনও শেষ  । যার যা মনে হয় তাই বলে যাচ্ছি বা তাই কয়ে যাচ্ছি বা  করছি আবার  কখনো  ফালতু কাজ / কাম ।   আসলে তা কি আমরা বুঝে / শুনে করি না অবুঝ  মনে  করি  বা কেন করি এসবের  বোধ হয় কোনও কুল / কিনারা নেই আবার  ফালতু কাম করে নিজে নিজেই হাসি আবার  সেই হাসির সাথে আমারা হেসে নিজেকে জড়িত করে ফেলি  বা নিজেকে আনন্দিত করে ফেলি । কিন্তু এর মধ্যে কি আসলেই কোনও আনন্দ আছে নাকি ফালতু পোলার ফালতু কামের জন্য আমারা সময় নষ্ট করছি । তাই এসব কাজের হরেক রকম নাম রেখেছে আমাদের সমাজ  যেমন আলতু ফালতু , ফাউ কাম , ঘেউ ঘেউ , আজুইরা কাম , ইংকি ভিংকি , আবোল তাবোল , ফষ্টি নষ্টি , আজগুবি কথা , হাউ খাউ , আনটি সানটি , শুধু  সাটোর মারা , পারেনা রাত থাকতে উঠে , ইল্কি ভিল্কি ,  বেহা , নিলজ্জ , চোখ থাকতি  অন্ধ , চিটার  , চারশোবিশ ,  ফুং  ফাং , টন টিং , কয়লা ধুলে ময়লা যায়না , কাচা বুদ্ধি তাই   , পাগলে কয়না কি ছাগলে খায়না কি   ,  না  পেরে  পাগল  সেজেছ,  কতো কথা কইরে , ঠ্যালার  নাম বাপজান , এক মাঘে শীত যায়না , পড়বি যেদিন যাতাকলে , জোর গেলো কৈরে , তোর শুধু মুখের জোর ,  কাঁদিস ক্যা ভোটে দাড়া ,  বুদ্ধি নি যার প্রেম করতি নি তার সাথে  , আলাং ফালাং , ফাল পাড়িসনি বেশি  , ব্যাকা ত্যাড়া বুদ্ধি , বুজবিরে ফেলি  দিন গেলি এরকম কতো নাম কিন্তু এসব নামের মধ্যেই রয়েছে সমাজের  নানা অপছন্দের  কথার বা অসমর্থনের কথা বা তিরস্কার করার কথার   আভাস যার মধ্যে কোনোটিই ভালো কথায়  সমাজ সমর্থন   করেনি  বোধ হয়  তাই আমরা যেমন ফালতু কাম করে আনন্দ পাই  বা হাঁসি  ঠিক সমাজও তেমনি ভাবেই আমাদের ফালতু নামেই  নামকরন করেছে   মুচকি হেঁসে হাঁসতে হাঁসতেই  তাই আমার মনে হয় এসব ফালতু কাম দেখে সমাজ অনর্গল হাসছেই বা হাঁসতেই থাকবে ।   আবার আমরা তারাই বলছি কাজ নেই কাজ চাই অথচ ফালতু কাজে আমরা কাজ বা  সময় পাচ্ছি অনেক বোধ হয়  । তাই আমাদের সাময়িক  ফালতু  কাজে সত হাততালির বা আননন্দের পরেই নীরবতা বা দুঃখ  এবং জীবন হচ্ছে আমাদের নিরানন্দেরই  বোধ হয় । 
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.