|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মানুষ যা কিছু  তৈরি করে তার নিচ্চয় একটি লক্ষ থাকে বা আছে যেমন আমি একটি শিল্প করবো লক্ষ থাকবে 
তার থেকে উৎপাদন হবে তা থেকে মানুস কাজ পাবে নিজের লাভ হবে পাশাপাশি দেশ ও জাতি উপকৃত হবে  এবং আমার উৎপাদিত পণ্য বাজারে সুনামের সাথে বিপনন হবে । তেমনি  যারা  ব্লগ খুলেছেন তারা একটি লক্ষ্য বা  উদ্দেশ্য নিয়েই খুলেছিলেন হয়তো ভালো লেখক সৃষ্টি করার লক্ষে কিংবা  ভালো পাঠক তৈরি করা সহ জানা / অজানা জানার সুযোগ সৃষ্টি বা আমাদের নানা জ্ঞান অর্জনের জন্যই বোধ হয় । সেই সাথে বিশ্ব জুড়ে উদ্যোক্তাদের সুনাম ছড়িয়ে পড়বে  । এটা নিচ্চয়  বিশাল প্রাপ্তি । কিন্তু ব্লগের প্রান ব্লগার এবং পাঠক বোধ হয় । কোনও কোনও পাঠক বা ব্লগার কম লেখে কিন্তু ভালো মন্তব্য করে থাকে যা অনেক সময় লেখার চেয়েও ভালো লাগে তাই  অনেক লেখা / মন্তব্য  আমাদের অনুপ্রানিত করে বোধ হয় বা অনেক কিছু শিখতে সহয়তা করে যা আমাদের চলার জীবনে অনেক কাজে লাগে বা লাগবে বোধ হয় আবার অনেকে হাঁটি হাঁটি পা পা করে ভালো লেখক হয়ে যাচ্ছে একসময় অন্য দিকে একজন  পাঠক একটি লেখাকে নানা ভানে তিরস্কার করছে কিংবা ঐ লেখার সাথে সম্পর্কিত নয় এমন মন্তব্য করছেন যার জন্য লেখকের স্পৃহা হারিয়ে যাচ্ছে তাই আমি মনে করি একজন পাঠকও একজন ভালো লেখক তৈরি করতে অনেক ভুমিকা রাখতে পারে   আবার আমরা  যারা লিখি অনেক কিছু তার মূল্যায়ন  কি হচ্ছে তাও জানা দরকার বোধ হয়  , নাকি আমরা   উলু বনে উলুই  ছড়াচ্ছি সেটাও দেখতে হবে  নতুবা এ লেখালেখির সার্থকতা কোথায় ?  বিদেশেও নিচ্চয় এই ব্যাবস্থার ব্লগ আছে সেখানেও নিচ্চয় লেখা লেখি হয়  । জানিনা তাদের লেখা বা ব্লগ কেমন নীতিতে চলে । যাকগে আমার কথা হোলও আমরা যারা ব্লগে আছি লেখক বা পাঠক হিসাবে তারা কি মনে করেন আমাদের ব্লগ থেকে অনেক কিছু  শিখছে   আমাদের প্রজন্ম বা আমরা জাতীর বিবেককে বা আমাদের সমাজের সমস্যা গুলি তুলে ধরতে পারছি কিনা আমাদের লেখালেখিতে  . সেই সাথে আমরা বা ব্লগ পরিচালনাকারীগণ  কি   সার্থকতা  বয়ে আনতে পারছি    ? অন্যদিকে  বিশ্বের অন্য দেশের ব্লগের  লেখালেখির মানের সাথে আমরা কি তুলনামুলক ভাবে পারদর্শী হতে  পারছি কিনা । দয়া করে মতামত দিবেন ।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.