|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কি ভাবি কি হয় নেই কোনো
তার মিল শুধু ভাবি আর ভাবি 
কোনোদিন ঐ পথে চলি  আবার 
কোনোদিন   সেই  পথে   চলি 
আবার কোনোদিন বাঁকা পথে চলি
নেই কোনও সোজা পথ যে পথ শুধু   
আকা  বাঁকা কখনো সোজা পথের সন্ধানে
সেই পথে  আবার   নানা প্যাচালি   পথ  
যে পথে  আছে শুধু   কথা   আর   কথা 
তাই   ঘুরে   ফিরে   সেই   পথেই চলি 
যে   পথ   দিয়েছে   নানা     সন্ধান 
আবার   ফিরে   যাই   সেই   পথে 
 
তাই  দৌড়াচ্ছি সেই উচু নিচু পথে 
যেই পথে  আবার পাহাড় আর   পাহাড়
আবার নেমেছি ঘৌড় দৌড়ের পথে 
তাই না পেরে  ফিরে যাচ্ছি সেই পথে  
যেই    পথে   এসেছিলাম   একদা 
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.