|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কখনো যাই সকালে 
আবার কখনো বিকালে 
আবার কখনো যাই 
যে কোনও সময়ে 
যা কিনতে চাই তা পাই না 
আবার যা পাই তা কিনিনা 
তাই ঘুরতে হয়  বাজারে
অনেক সময় ধরে 
যার খোঁজে ঘুরেছি
তাকে পেয়ে যাই হটাত করে 
কিন্তু যখন পেলাম তখন 
কেনার মতো নেই আর সাধ্
বেচা কেনার হাটে বসেছে নানা 
বাহারি দোকান পাঠ নানা সাজে 
সেখানে ক্রেতা / বিক্রেতার ভিড়
চলছে কেনা কাটার হাঁকাহাঁকি
কেউবা দেখছে ঘুরে ঘুরে এ প্রান্ত
ঐ প্রান্ত খুজে ফিরছে না পাওয়াকে
তাই ঘরে ফিরেছি সওুদা  নিয়ে 
পাওয়া না পাওয়ার  থলে নিয়ে  ।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.