|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
খাবার শেষে  আমরা কেউ কেউ কিছু খাবার থাকা অবস্থায় উঠে পড়ি কিংবা সেগুলি ফেলে দেই ডাস্টবিনে  । আবার দেখবেন কেউ কেউ খাবার সময় তার প্লেটের আসে পার্শে খাবারগুলি ছিটে ফেলায় বা পড়ে যায়  তখন মনে হয় যেনও ছোট ছেলে  / মেয়েদের খাওয়ার মতো । দেখতেও কিন্তু বিরক্তকর লাগে বোধ হয় বা ভালো লাগেনা । আবার কেউ কেউ দেখবেন খাবার পর প্লেটে কোনও  খাবারই রাখে না বা অনেকসময় প্লেট টি চেটে খাওয়ার মতো খায় আবার হাত দিয়ে খাওয়ার সময় দেখবেন হাতের আংগুলে অনেক খাবার লেগে থাকে সে খাবার আবার অনেকেই চেটে খায় তার মানে হাতের আংগুল ক্লিন হয়ে যায় কেউ আবার হাতের আংগুলে লেগে থাকা ভাত সহ ধুয়ে ফেলে আবার কেউ কেউ ভাত খাওয়ার শেষে হাত ধুয়ে নিজের পঢ়নের লুঙ্গি দিয়ে মুছে ফেলে আবার কেউ কেউ খাবার টেবিলে খাওয়ার সময়  চেয়ারে দু পা তুলে দিয়ে বা কখনো এক পা তুলে দিয়ে খায় আবার কেউ খাবার সময় চপ চপ শব্দ করে খায় কেউ আবার নীরবে খায়  তারপর কেউ কেউ পানি পান করে  ঢক ঢক শব্দ করে আবার কেউ নীরবে  , কেউ চাইনিজ খাই চামুচ দিয়ে কেউ হাত দিয়ে  কেউ আবার  একা একা খায় কেউবা পরিবারসহ  আবার কেউ মাছের মাথা খায় কেউ খায় লেজ কেউবা পেটের  মাছ । কেউ বেশী বেশী খায় আবার কেউ কম আবার কেউ সবজি বেশী খায় বা ঝাল / লবন বেশী খায়  অনেকেই আবার খাবার পর পরি খায় বিড়ি / সিগারেট বা চা /  কফি বা মিষ্টি  আবার কেউ কেউ খাবার পর পরই  ঘুমিয়ে পড়ে ।  তাহলে আমরা কি  নানা  অভ্যাসে অভ্যাসী ? আবার প্রবাদেও বলে খাবারের  আগে আর বিচারের পরে যাওয়াও আমাদের অভ্যাস । 
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.