|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমাদের  সমাজে বা  প্রবাদে কতো দিক নির্দেশনা রেখে গেছে বা যাচ্ছি বোধ হয় যেমন কথায়  কথায় বলে থাকি  বা উপমায়  তুলে ধরি অনেক কথায় 
তাই এই প্রবাদ গুলি আমাদের জন্য  মেনে চলা খুব  জরুরি তানাহলে আমাদের চলার পথে সমস্যা হতে পারে  নানা ভাবে বোধ হয়  । তাই তুলসী পাতা নিয়ে যে কথা তা হোলও === ধোয়া  তুলসী  পাতা ==== বাক্যটির মধ্যে কি এমন আছে যা উপমা বা প্রবাদে উঠে এসেছে কথার কথায় সমাজে । আসলে তুলসি একটি ছোট গাছের নাম , গাছটি অনেক জায়গাতেই পাওয়া যায় কেউ বাড়ির আংগিনায় লাগিয়ে রেখেছেন আবার কেউ ফুলের টবেও  রেখেছেন যত্ন করে কিংবা অবহেলায় অযত্নে রেখেছেন বা কেউ দেখেও দেখে না কিংবা কেউ চিনেইনা গাছটিকে  কিন্তু একদিন এই ব্লগেই লেখা এসেছিলো গাছটি নিয়ে ।  গাছটির অনেক ঔষধী গুন আছে আবার শোনা যায় যে বাড়িতে এই গাছটি লাগানো আছে সেই বাড়িটির বাতাসে থাকে ভালো বাতাস বা মুক্ত  থাকে হাওয়া । তাহলে তো স্বীকার করতেই হয় এটি একটি গুরুত্বপূর্ণ গাছ আমাদের জন্য নতুবা প্রবাদে কেনও এসেছে গাছটি নিয়ে কথা কারন সমাজে প্রাচীন মানুষেরা  রেখে  গেছে নানা প্রমানে বা বাস্তবতার নিরিখে  নানা প্রবাদ বোধ  হয়  । অথচ যেই আমলে প্রবাদগুলি সমাজে উঠে ছিলও বা বলেছিলও  তখন  কিন্তু   কাগজ / কলমের অভাব ছিলও  তাই তারা তাদের বানিতে যা যা  বলে গেছে তাই তাদের  পরের প্রজন্ম লিখে রেখেছিলো  কাগজে  মোদের  জন্য  ,  তা আমরা এখনো স্মরণ করি বা লেখায় লিখি তা দেখে  বা চলি বা বলি ।  সেই তুলসী গাছের কথা থেকে কখনো কখনো আমরা কেউ কেউ যে  ====== তাহলো  একজন মানুষ যখন আমাদের ভালো কথা শোনায় বা বানী  শুধু কিন্তু সে তা করেনা বা বলে শুধু তার স্বার্থ চরিতার্থ করার জন্য  তাই তার কথা শুনে তাকে আমরা তার কথার পিষ্টে   বলি যে  ,  মনে হচ্ছে তুমি   ধোয়া তুলসী পাতার মতো ======।
 তাই আমরা যা এখন কেউ কেউ  লিখে যাচ্ছি বা বলে যাচ্ছি  তা কি  আমাদের পরের প্রজন্ম  লিখে রাখবে বা স্মরণ করবে কি তা  ? আমার মনে হয়না তা করবে তবে  পরের প্রজন্ম  আমাদের  শুধু  ধিক্ষারি দিবে বলে মনে হয়  । 
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.