|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 



সেদিন গ্রামের এক লোক বলছে যে ,  এখন শুধু শুনি দিন বদলায়ছে । এই কথা শুনতে শুনতে কান ঝালা / পালা হয়ে গেল ভাই । কিসের দিন বদলায়ছে বুঝতে পারিনি  খালি শুনি । আগে শুনতাম লেখাপড়া করে যে  ,  গাড়ী ঘোড়া চড়ে সে  কিন্তু  ঘোড়ায় চড়া যায় কি লেখাপড়ায় এটাই শুধু জানিনে  ।   আমার পোলা কে লেখাপড়া শেখাতে পারিনি  তাই  ওকে আমি গাড়ীর ড্রাইভার বানিয়েছি যাতে ও বিনা লেখাপড়ায় গাড়ী চড়তে পারে । কিন্তু তাও সমস্যা হয়ছে যে এখন নাকি আবার বিনা লেখা পড়ায় ড্রাইভারও  হওয়া যাবেনা । এমনি লেখাপড়া জানিনি অথচ মোবাইলে অনর্গল ম্যাসেজ আসতিই থাকে তাই মোবাইল বেচা আলার কাছে গিছিলাম সেদিন  , তাকে  বললাম  ভাই আমি লেখাপড়া জানিনি তয় আমার মোবাইলে ক্যা  এতো ম্যাসেজ আসে  ,  তাই ম্যাসেজ লাইন বন্ধ করে দেন ।  তাইতো কই মোবাইলে  ১০ টাকা ভরলিই  টাকা প্রায় সাথে সাথেই শেষ হয়ে যায় ।  তাছাড়া আমিতো আজও  আগের মতই সারাদিন মাথায় করে ২ মনের বস্তা টানলাম ।  এই কাম তো বাপ / দাদার আমল  থেকেই তো করে আসতাছি । আবার  দেখি ওমুকের পোলায়  কম / বেশী লেখাপড়া শিখে  এখন ভটভটি  চলায় । আবার দেখি শিয়াল এখনও সুযোগ পাইলে মুরগী ধরতাছে এবং গরুও আগের মতই ঘাসও খাচ্ছে । তাই আমিতো দিন বদলের কোনো নমুনা দেখতে পাইতাছিনা । শুধু দিন বদল দেখতাছি  টেলিভিশনের ওদের চ্যানেল হয়ছে অনেক  , শুধু  হরেক রকমের রং / বেরঙ্গের নাটক দেখতাছি ভাই ।
 ১ টি
    	১ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:৪৬
২০ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:৪৬
বাউল আলমগী সরকার বলেছেন: নাটক তো কিছু শিক্ষা আর বিনেদন পায় এই আর কি