|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 



আগে পাড়ায় খুব দাতের ব্যাথার রোগ দেখা যেতো এখন অবশ্য কমে গেছে অনেক । যাকগে এক মহিলার হটাত দাতের ব্যাথা উঠেছে এবং খুব চিল্লাচ্ছে এবুং ব্যাথায় কাতরাচ্ছে  , দাতের ব্যাথা হলে মাঝে মাঝে খুব কষ্টেরই হয় বোধ হয় তখন ঐ দিক দিয়ে এক দল বেদের মেয়েরা যাচ্ছে আর বলছে নানা রোগের চিকিৎসা করা হয় যা গাছ / গাছড়ার ঔষধ দিয়ে করা হয় ।
 যেমন মাঝা ব্যাথা , দাঁতের ব্যাথা , মাথা ব্যাথা , সাপ ধরা , রাত কানা , বাত বা বাত জর ,  পেটের ব্যাথা সহ মেয়েদের নানা রোগের চিকিৎসা করা হয় । এই ডাক  শুনে ঐ মহিলা দৌড়ে বাড়ীর বাইরে  চলে আসলো এবং বললো আমার দাঁতের ব্যাথা সেরে দাও ভাই তাড়াতাড়ি আমি যে আর সহ্য করতে পারছিনা 
 তখন বেদের মেয়েদের মধ্য থেকে একজন তার কাছে থাকা টোপলা থেকে কিছু গাছের শিকড় বের করে ঐ মহিলার সেই ব্যাথার দাঁতটির উপর দিয়ে বললও মুখ বন্ধ করে বসে থাকুন । আমরা সহ অনেক দর্শক এই চিকিৎসা দেখছি গভীর মনোযোগ সহ
পরে অন্য বেদেরা সাপ খেলা দেখাতে শুরু করে দিলো আর যারা সাপ খেলা দেখে পয়সা দেবেনা তাদের সাপ কামড়াবে আজ না হয় কাল এই কথা শুনে আমরা যে যা পারি পয়সা দিয়ে দিলাম তাড়াতাড়ি । যার কাছে নেই তারা আবার কেউ কেউ অহ্নের থেকে নিয়ে দিলো আর যারা দিতে পারলনা তারা দ্রুত সটকে পড়লো সেখান থেকে । পরে ঐ মহিলার মুখ থেকে শিকড়গুলি বের করলো এবং দেখালো  ঐ শিকড়গুলির মধ্যে অনেকগুলি পোকা কিলবিল করছে  । তখন মহিলাটি অধীর দৃষ্টিতে ঐ পোকাগুলি দেখতে লাগলো ।
আগে পাড়ায় খুব দাতের ব্যাথার রোগ দেখা যেতো এখন অবশ্য কমে গেছে অনেক । যাকগে এক মহিলার হটাত দাতের ব্যাথা উঠেছে এবং খুব চিল্লাচ্ছে এবুং ব্যাথায় কাতরাচ্ছে  , দাতের ব্যাথা হলে মাঝে মাঝে খুব কষ্টেরই হয় বোধ হয় তখন ঐ দিক দিয়ে এক দল বেদের মেয়েরা যাচ্ছে আর বলছে নানা রোগের চিকিৎসা করা হয় যা গাছ / গাছড়ার ঔষধ দিয়ে করা হয় ।
 যেমন মাঝা ব্যাথা , দাঁতের ব্যাথা , মাথা ব্যাথা , সাপ ধরা , রাত কানা , বাত বা বাত জর ,  পেটের ব্যাথা সহ মেয়েদের নানা রোগের চিকিৎসা করা হয় । এই ডাক  শুনে ঐ মহিলা দৌড়ে বাড়ীর বাইরে  চলে আসলো এবং বললো আমার দাঁতের ব্যাথা সেরে দাও ভাই তাড়াতাড়ি আমি যে আর সহ্য করতে পারছিনা 
 তখন বেদের মেয়েদের মধ্য থেকে একজন তার কাছে থাকা টোপলা থেকে কিছু গাছের শিকড় বের করে ঐ মহিলার সেই ব্যাথার দাঁতটির উপর দিয়ে বললও মুখ বন্ধ করে বসে থাকুন । আমরা সহ অনেক দর্শক এই চিকিৎসা দেখছি গভীর মনোযোগ সহ
পরে অন্য বেদেরা সাপ খেলা দেখাতে শুরু করে দিলো আর যারা সাপ খেলা দেখে পয়সা দেবেনা তাদের সাপ কামড়াবে আজ না হয় কাল এই কথা শুনে আমরা যে যা পারি পয়সা দিয়ে দিলাম তাড়াতাড়ি । যার কাছে নেই তারা আবার কেউ কেউ অহ্নের থেকে নিয়ে দিলো আর যারা দিতে পারলনা তারা দ্রুত সটকে পড়লো সেখান থেকে । পরে ঐ মহিলার মুখ থেকে শিকড়গুলি বের করলো এবং দেখালো  ঐ শিকড়গুলির মধ্যে অনেকগুলি পোকা কিলবিল করছে  । তখন মহিলাটি অধীর দৃষ্টিতে ঐ পোকাগুলি দেখতে লাগলো ।
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০২|  ২০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৪১
২০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৪১
নিলু বলেছেন: হাঁ
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:১৮
২০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:১৮
মহান অতন্দ্র বলেছেন: এটা কী সত্যি ভাই ?