|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 




নেশা আর  নেশা এ যেন থামছেনা । আমরা কেন নেশা করি । নেশা কি করতেই হবে । এর মধ্যে কি এমন স্বাদ আছে যা ছাড়া যায় না বা না  খাওয়ার অভ্যাস করা যায় না  ।  যাকগে যে  বিষয়ে আমরা আলোচনা করতে চাই  তা হোলও , কেনও আমরা নেশা করি । নেশা কি করতেই হবে ? যে নেশা আমাকে /আমার পরিবার , আমার দেশকে ধ্বংস করে দিচ্ছে , হচ্ছি আমরা পঙ্গু , এমনকি আজকের আমরা  যুব সমাজ যারা আগামি দিনের ডাক্তার , শিক্ষক ,রাজনৈতিক নেতা , ডিসি, এসপি  , কামার/কুমার , শ্রমিক ,কৃষিবিদ সহ নানা কর্মে নানাভাবে নিজেদের তৈরি করার কথা কিন্তু আমরা নানা নেশায় জড়িয়ে পড়ছি । দুনিয়া জুড়ে নানা নেশা রয়েছে যেমন,  পাখী শিকার , ফটো তোলা , বেশী বেশী খাওয়া , স্টারে কাবাব খাওয়া , জলকেলি খেলা , নিজেকে সব সময় সাজ গোঁজ করে স্মার্ট করে রাখা , সুন্দর সুন্দর পোশাক কেনা , বেঢ়াতে যাওয়া , প্রেম করা , পেন ফ্রেন্ড করা , ঘুমানো আর খাওয়া , ঝগড়া করা , ষড়যন্ত্র করা , বাচালতা করা , ছবি আঁকানো , বই পঢ়া , গান শোনা ,  মেয়েদের চোক টিপ মারা  , মেয়েদের পিছনে লাগা , মাস্তানই করা , চুরি/ ডাকাতি করা , ছিনতাই করা , রাজনীতি করা , শুধু পঢ়া আর পঢ়া , লেখালেখি করা,  বাগান করা , পিজা খাওয়া , আইচ ক্রিম খাওয়া , চটপটি খাওয়া , ঝাল মুড়ি খাওয়া , বাদাম খাওয়া , গল্প করা , নাচানাচি করা  , তাস খেলা , জুয়া খেলা  , ফেঞ্চিডিল খাওয়া ,  ইয়াবা , চরস , গাঁজা খাওয়া , হিরোইন আসক্ত , স্প্রিট খাওয়া , বাংলা মদ , চুয়ানি , মাদক জাতীয় ইনজেকশন , বিরি/ সিগারেট , হুঁকা খাওয়া , তালের রস সহ নানা জাতীয় নেশায় আসক্ত  ।  এসবের মধ্যে যে সকল নেশায় নিজের জীবন বিপন্ন হয় বা সমাজ /দেশ বা পরিবার ক্ষতিগ্রস্থ হয় এমনকি সবকিছু তচনচ হয়ে যায় সেই সকল নেসায় যখন   আসক্ত হয়ে পড়ে তখন তারা  প্রথম শুরু করে ,  অন্যকে  দেখে অথবা অন্য কারোর অনুরধে বা তার  প্রভাবে । সেই বাক্তিটি কিন্তু নিকটতম বন্ধুও হতে পারে কিংবা পূর্ব পরিচিত বা প্রতিবেশী কেউ । এই নেশা খেতে যারা শেখায় তারা হয় বাবসায়ি নতুবা অন্যকে নেশাগ্রস্থ করাতে অভভাস্থ করতে কিংবা বড়লোক বন্ধুকে নেশার জগতে নিয়ে আসতে পারলে তার থেকে ফ্রী খাওয়া যাবে বা তার উপর ভর করেই নেশা করে যাবে  সারাদিন , কিংবা নিজে নষ্ট হয়েছে তাই অন্যকেও নেশাগ্রস্থ করাবে  । এই নেসায় যাদের প্রথমে ধরা হয় তারা হোলও যুবক/ যুবতীরা । নেশা যখন নুতন কাউকে শেখানো হয় তখন তাকে এর নানা উপকারিতার কথা বলা হয় , বিশেষ করে সেক্সুয়াল বিষয়কে আকৃষ্ট করতে চায়  কারন আমাদের  যুব সমাজে  উঠতি বয়সে সেক্স সম্পর্কে কৌতূহল থাকে । চলমান ২
 ৪ টি
    	৪ টি    	 +১/-০
    	+১/-০২|  ২৫ শে ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৮
২৫ শে ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৮
খেলাঘর বলেছেন: 
ইয়াবা বদির জয়!
৩|  ২৫ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৮:০৩
২৫ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৮:০৩
নিলু বলেছেন: শুধু বদি নয় অনেকেই আছে
৪|  ২৫ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৪০
২৫ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৪০
খেলাঘর বলেছেন: 
ঢাকায় খোকা, মায়া, খায়রুল কবির খোকনসহ আওয়ামী লীগ ও বিএনপি'র মাফিয়ারা মাদক ব্যবসা করছে।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ৯:৪০
২৩ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ৯:৪০
প্রামানিক বলেছেন: এই নেশা খেতে যারা শেখায় তারা হয় বাবসায়ি নতুবা অন্যকে নেশাগ্রস্থ করাতে অভভাস্থ করতে কিংবা বড়লোক বন্ধুকে নেশার জগতে নিয়ে আসতে পারলে তার থেকে ফ্রী খাওয়া যাবে বা তার উপর ভর করেই নেশা করে যাবে সারাদিন , কিংবা নিজে নষ্ট হয়েছে তাই অন্যকেও নেশাগ্রস্থ করাবে ।
কথা ঠিক