|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সকালে ছিলাম খুব কাছে 
আবার বিকালে চলে গেছি 
অনেক দূরে তাই সকাল 

আর বিকাল নিয়ে মিলছে 
না হিসাব কখন হবে বিকাল 
আবার কখন হবে সকাল
জীবনের অনেক পড়ন্ত 
বিকাল চলে গেছে 
সকালের আশায় 
কখনো লেগেছে ভালো বিকাল
আবার কখনো সকাল 
আবার কোনও সকাল 
এসেছে নিয়ে আশার আলো
আবার কোনও বিকাল 
নিয়ে এসেছে নিরাশার 
তাই এখন ভাবি সকাল 
আর বিকালের খেলা নিয়ে
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.