|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
খেজুরের রস কতো মজা 
কেউ খায় দিনে  তিনবার
কেউ খায় রাতে


কেউ খায় দিনে 
কেউ খায় সাঁজ রাতে 
কেউ  খায় মাজ  রাতে
কেউ খায় সাত সকালে 
কেউ  খায়  দিনে রাতে বার বার 
কেউ খায় গ্লাস গ্লাস 
কেউ খায় হাঁড়ী ধরে 
কেউ খায় বোতল বোতলে
কেউ খায় চুরি করে 
কেউ আবার খায় বলে কয়ে 
কেউ খায় পয়সা দিয়ে কিনে 
কেউ খায় গুড় করে 
কেউ খায় মুড়ি দিয়ে 
কেউ খায় পিঠা  দিয়ে
কেউ খায় এমনি এমনি 
কেউ খায় রসে রসে তাই 
কেউ খায় চা দিয়ে আবার 
কেউ খায় ফিরনীতে বা পায়েসে
 
কেউ  শীতে কাপে থর থর 
কেউ খায় চেটে চেটে
কারো আবার লেগে যায়
হাতে মুখে জামা কাপড়ে
তাই করে আঠা আঠা চড় চড়
ছাড়ে না সেই আঠা সহজে  তর তর 
তাই ধুতে হয় হাত বার বার 
কেউ আবার খেতে খেতে  হয়ে 
যায় তাল বেতাল হয়ে পড়ে মাতাল
কতো রস তার নেই তার জুড়ি 
কেউ কেউ রস খেয়ে  খায়  খেজুর   
আবার তার বিচি দিয়ে চলে  খেলা 
যেই খেলা  শেষ  হয়না আর সহজে 
খেলা চলে  রসে  রসে অনেক  দিন 
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০২|  ২৩ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০৭
২৩ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০৭
নিলু বলেছেন: জানতে হবে যে , ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:২৪
২৩ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:২৪
খেলাঘর বলেছেন:
সুন্দর, আপনি জেনে গেছেন সবকিছু