|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 



ইভটিজিং সমস্যা শুধু ছেলেমেয়েদের মাঝেই সীমাবদ্ধ নয় বলে হয় এটা একটি সামাজিক অবক্ষয় বা  ব্যাধি বলে মনে হয় ।কারন একটি ছেলে যখন একটি মেয়েকে ইভটিজিং করে বা উত্যক্ত করে , সেই ছেলেটির সামাজিক পরিচয় খুজে দেখলে , দেখা যাবে  বেশীর ভাগ ক্ষেত্রে তার সামাজিক পরিচয় উন্নত নয় বা তার পরিবারের সামাজিক  অবস্থান সন্তোষজনক নয় , তারা  সমাজের ভাল /মন্দের ব্যাপারে ততোটা আগ্রহী নয় । এমনকি ছেলের খারাপ কাজকে বা ছেলে সারাদিন কি করে বা কি কাজ করে বা কেন করেনা তার ব্যাপারে কোনও মাথা ঘামান  না তার অভিভাবক ।  এমনকি কোনও কোনও অভিভাবক তার ছেলের কুকর্মকে সমর্থন করে নানা ভাবে । একটি ছেলে কেন ইভটিজিং করে মেয়েদের , এর  কারন কি , কারা বা কোন  প্রকিতির ছেলেরা করে ? দেখলে দেখা যাবে বেশীর ভাগ ক্ষেত্রে  বড়লোক অভিভাবক বা উঠতি বড়লোক বা প্রভাবশালী বা এক ছেলে আদরের  প্রচ্ছয় প্রাপ্ত , সে লেখাপড়া তেমন একটি করে না , বা স্কুলে কোন এক সময় পা দিয়েছিলো মাত্র তারপর বখে গেছে । তারপর থেকে সে মটর সাইকেল নিয়ে  টট করে বেঢ়ায় কিছু উঠতি  বয়সের  ছেলেদের নিয়ে ঘুরে বেঢ়ায় দামী ড্রেস পড়ে এবং কিছু পয়সা খরচ করে ।নিজেকে বেশ দামী বা আকর্ষণীয় বলে মনে করে মেয়েদের কাছে উপস্থাপন করতে চায় । তারা কখনো মেয়েটির প্রতিবেশীও হয় । তারা যখন পথিমধ্যে মেয়েদের ইভটিজিং করে সেটা সাধারণত দিনের বেলায় বা স্কুল সময়ে , সে সময় অনেকেই বিষয়টি দেখে প্রতিবাদ  বা প্রতিরোধে এগিয়ে আসে না । কোন কোন সময় এগিয়ে আসে যদি ছেলেটির  দুর্বল সামাজিক পরিচয় হয় তাও সে প্রতিবাদ  বেশী দূর আগায়না । অনেক সময়  স্থানিয় প্রতিরোধে অনেকদুর গড়ায়  এমনকি দু গ্রুপে দাঙ্গা  পযন্ত গড়ায় । যাকগে যে কথা আলোচনা করতে  চেয়েছিলাম তা হোল কারা দায়ী  , কেনও ইভটিজিং দিন দিন বেড়ে চলেছে ?  চলমান ২
 ৮ টি
    	৮ টি    	 +২/-০
    	+২/-০২|  ২৬ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ৮:৫৪
২৬ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ৮:৫৪
নিলু বলেছেন: হয়তো
৩|  ২৬ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ৯:৫৫
২৬ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ৯:৫৫
তানজীব তন্ময় বলেছেন: ইভটিজিং এর বিরুদ্ধে সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে । বখাটে গুলোকে ইভটিজিং এর অপরাধে ভয়ংকর শাস্তি দেবার ব্যবস্থা চালু করতে হবে ।
৪|  ২৬ শে ডিসেম্বর, ২০১৪  দুপুর ২:৫২
২৬ শে ডিসেম্বর, ২০১৪  দুপুর ২:৫২
নিলু বলেছেন: আইন দিয়ে কি সব কিছু হবে ?
৫|  ২৬ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:০৮
২৬ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:০৮
খেলাঘর বলেছেন: 
মেয়েদের প্রতি ছেলেদের ১টা আকর্ষন আছে; সমাজের অবস্হানুসারে তা প্রকাশ করে; কিছু অংশ তা সৌজন্যের বাহিরে নিয়ে যায়।
এখন সমাজে অরাজকতা, তাই ছেলেরা  অরাজকতার সুযোগ নিচ্ছে!
৬|  ২৬ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:১৪
২৬ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:১৪
নিলু বলেছেন: তারপরও রাস্তাঘাটে বা প্রকাশে উত্যক্ত করা রোধ করা দরকার
৭|  ২৭ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৩২
২৭ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৩২
নুরএমডিচৌধূরী বলেছেন: পোষ্টে++++++
৮|  ৩১ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ৭:৪১
৩১ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ৭:৪১
নীল আতঙ্ক বলেছেন: ব্যাপার তা জটিল সহজ করে তুলে ধরেছেন দেখে ভালো লাগছে  
++++++++++++
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪  ভোর ৫:৫৫
২৬ শে ডিসেম্বর, ২০১৪  ভোর ৫:৫৫
খেলাঘর বলেছেন:
সমাজে এনার্খী দেখা দিলে ইভটিজিং খারাপ পর্যায়ে চলে যায়।