|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 



আমাদের দেশে যে সকল ধাপ নিয়ে দেশ চলে  , তাতে কি আমরা কি উপকৃত বা উপকৃত হতে পারছি  , নাকি ধাপে ধাপে সমস্যার সৃষ্টি হচ্ছে । ধাপগুলি  হোলও , মহামান্য  রাষ্ট্রপতির দপ্তর , প্রধানমন্ত্রীর দপ্তর , সংসদ , মন্ত্রালয় /     সচিবালয় , বিভাগীয় অফিস, জেলা প্রশাসন  অফিস , জেলা পরিষদ অফিস  , উপজেলা  পরিষদ অফিস, ইউনিয়ন পরিসদ অফিস সমুহ ।  যদি অন্যকোন ধাপ সৃষ্টি হলে দেশের জনগন উপকৃত হতে পারে বা হবে বলে মনে করেন ? আর বর্তমান চলমান ধাপগুলির কোনগুলি অপ্রয়োজনীয় বা প্রয়োজনীয় বলে মনে করেন এবং কোন স্তরে আমরা বেশী উপকৃত হচ্ছি বলে মনে করেন । দয়া করে মতামত জানাবেন ।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.