|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শীতের সাত সকালে  রস খাওয়া খুব মজা ।  তবে শীতের সকালে  রস খাওয়া খুব কষ্ট কারন লেপ  /  কম্বল থেকে  উঠতে মন চায় না ।  আমি কিন্তু রস খেতে পছন্দ করি ঢোঁকে ঢোঁকে  ।  আর কেউ খায় এক ঢোঁকে ।  আর সকালে রস খেতে শীতে থর থর করে কাঁপতে  হয় , তবে গ্রামে থেকে রস খাওয়াই মজাদার    । আপনারা গেলো বসর   রস খেয়েছেন কি ? যদি না খেয়ে থাকেন তাহলে এবার  খেয়ে ফেলবেন ।  তবে  সাবধান যে কোনও রস খাবেন না ,  কারন কোনও রস বাদুড় খেলে বা রসের মধ্যে ,  যদি তার লালা পড়ে তাহলে সেই রসটি খেলে মারাত্মক রোগ হতে পারে । অন্যদিকে বাজারে যারা  রস ফেরি করে বিক্রি করে  , তার বেশীর ভাগই নকল  । তাই দেখেশুন রস খাবেন এবং রস খাওয়ার গল্প লিখবেন দয়া করে  আগামিতে  ।
 ৯ টি
    	৯ টি    	 +০/-০
    	+০/-০  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সকাল ৮:২৩
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সকাল ৮:২৩
নিলু বলেছেন: সারারাত পাহারা দিতে হবে না ভাই, রসের হাড়িতে লাগাতে হবে খাঁচা , তাহলে বাদুড় খেতে পারবে না , তাজা রস খেতে হবে খুব ভোঁরে নতুবা দিনের আলো যতো বেশী বাড়বে রসটি কিন্তু মাতাল হয়ে যাবে ।
২|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সকাল ৮:১৩
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সকাল ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: প্রথম ছবিটা মনকে নষ্ট্যালজিক করে
  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সকাল ৯:৪০
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সকাল ৯:৪০
নিলু বলেছেন: ধন্যবাদ
৩|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সকাল ৮:৪৮
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সকাল ৮:৪৮
সাঈফ শেরিফ বলেছেন: বাংলা মদ বানিয়ে পান করা যায়
  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সকাল ৯:৪১
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সকাল ৯:৪১
নিলু বলেছেন: ঠিক তাই
৪|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সকাল ৯:৩০
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সকাল ৯:৩০
ইবলি বলেছেন:   দারুন লাগলো আমার । পুরানো স্মৃতি পুনোরায় তরতাজা ।  
 
৫|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সকাল ৯:৪২
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সকাল ৯:৪২
নিলু বলেছেন: সৃতি থেকে সৃতি
৬|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  বিকাল ৫:০৩
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  বিকাল ৫:০৩
আজব পাগল বলেছেন: রাতে চুরি করে খেলে পানি বিহীন রস পাওয়ার সম্ভাবনা আছে। এখন আগেই হাড়িতে পানি দিয়ে রাখে, রস পরে ঐ পাত্রে পানির সাথে মিশে যায়। একবার রাতে চুরি করে দেখি পানি পানি লাগে,  রসের চেয়ে পানিই বেশী। বিষয়টা পরে বুঝেছি। 
লেখটা পরে নষ্ট্যালজিক হয়ে গেলাম। 
ধন্যবাদ নিলু আপু।      
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সকাল ৭:৪৪
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সকাল ৭:৪৪
বিদ্রোহী বাঙালি বলেছেন: দেখে শুনে রস খেতে হলেতো সারারাত খেজুর গাছের নিচে বসে রসের হাড়ি পাহারা দিতে হবে, যাতে বাদুর বসতে না পারে আর যার গাছ সে রসে পানি মেশানোর আগেই তার কাছ থেকে কিনে নিতে হবে। পুরাই ধরা দেখছি। রস আর খাওয়া হইলো নারে ভাই।