|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 




আমরা ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ভর্তি হই পাশের জন্য আর তার বাপ/ মাও চায় লেখাপড়া শিখে পাশ করুক এটা সবাই আশা করে নিচ্চয় এবং  উচ্চশিক্ষিত হউক । তাতে শত ভাগও পাশ করতে পারে নিচ্চয় । কিন্তু বর্তমানে দেখা যায় পাশের হার বেশী হলে অনেকে বলে লেখাপড়ার মান নিম্নমুখী তাই বেশী পাশ করাকে বলে যে , এই পাশে লাভ নেই  , তাহলে কি ছাত্রছাত্রীরা কম পাশ করলে কি শিক্ষার মান বাড়ে ? তাহলে কি যুগে যুগে অর্ধেক ছাত্রছাত্রী বা তার বেশী ফেল করলে শিক্ষার মান বাড়বে ? আমার বক্তব্য পাশ যত বেশী করবে ততো শিক্ষার হার বাড়বে এবং অভিভাবকগণও সেটাই কামনা  করে  ।  শিক্ষার মান বলতে কি বুঝানো হয় তা সুস্পষ্ট নয় । এ বিষয়ে আপনাদের মতামত কি  , তা জানানোর জন্য অনুরোধ রইলো ।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.