|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 




 আমরা নানা প্রসঙ্গ নিয়ে লিখি বা আলোচনা করি  তাই হটাত করে টোকাই নিয়ে লিখতে মনে হোলও  তাই লিখছি ।  টোকাই  বলতে শিশু  বা ভাসমান ছোট ছোটো ছেলেমেয়েদেরকেই বলা হয় বোধ হয়  বা যারা রাস্তায় বা আবর্জনা থেকে  আমাদের ফেলে দেওয়া জিনিষ বা আবর্জনা থেকে কিছু কুঁড়ে বেঢ়ায় বা কুঁড়ায়  , তারাই  সাধারণত  টোকাই বলে চিনহিত । কিন্তু এদের উৎপত্তি বা আগমন কি ভাবে হয় , তারা কারা , তাদের জিবন/যাপন কিভাবে চলে বা তাদের আগামীর কি লক্ষ ? আমরা বা  আমাদের সমাজ বা তাদের অভিভাবকগন , তাদের  নিয়ে কি ভাবে বা চিন্তা করি বা করে ,  তা  জানতে বা জানানোর জন্যই  লিখতে চাই । এরা কি ভাসমান মা/ বাবার থেকেই জন্মগ্রহণ করেছে রাস্তায় ? নাকি পরে ভাসমান হয়ে  পড়েছে ?  আমার মনে হয় আমাদের পরিবার নানাভাবে ভাসমান হয় বা হয়েছে । যেমন নদী ভাঙন পরিবার , ঋণের দায়ে বাস্তু ভিটা বিক্রি করার কারনে , কিংবা উচ্ছেদ হওয়া পরিবার বা  পরিবারের মুল অভিভাবক  মিত্তুর কারনে নাবালক সন্তান ভাসমান হয়ে যাওয়া , অথবা  বাবা / মা দুজনেরই অনুপস্থিত এর কারনে কিংবা পরপুরুষের লোলুপ লালসায় জন্ম গ্রহন ,  যাকে বলে প্রিত্তি পরিচয়হিন সন্তান । এসব এর সমাধান না করতে পারলে দিন দিন ভাসমান বা টোকাই এর সংখ্যা বাড়বে  বলে মনে হয় । আর এসব সংখ্যা যতো বাড়বে , সমাজ হবে ততো বিশৃঙ্খল বলে মনে হয় ।  কারন এই টোকাইরা কতো জন টপ মাস্তান বা টেরর বা নেশাগ্রস্থ হয়েছে বা টপ মানুষ হয়েছে বা সমাজে নানা  অপকর্মে লিপ্ত হয়েছে ,  তার পরিসংখ্যান আছে কিনা জানিনা ।  তবে আমার মনে  হয় বেশীর ভাগই অপথে চলে যায়  , কখনো কখনো আমরা সমাজের নামী / দামী লোকরাও তাদের ব্যাবহার করি বা করে থাকি নানা অপকর্মে । খেয়াল করলে দেখা যায় , বেশীর ভাগ বস্তী এবং গুচ্ছগ্রামে বা ভাসমান গৃহে অপরাধমূলক কাজ বেশি সংঘটিত হয় বা অপরাধ জগত হিসাবে গড়ে উঠে বা অপরাধীরা শেল্টার গড়ে তোলে , আর এর থেকেও ওই পরিবারের অন্য সদস্যরাও , অপকর্মে জড়িয়ে পড়ে ।  তাদের  নানাভাবে প্রশিক্ষিত করে অথবা  শিক্ষার আলোয় তাদের গড়ে তোলার ব্যাবস্থা নিতে হবে বা নেওয়া প্রয়োজন বলে মনে করি  । সুতারাং ওই বিষয়গুলি নিয়ে এখনই আমাদের  উদ্যোগ নেওয়ার দরকার সকলে সকল স্তরে । নতুবা সমাজে আগামীতে নানাধরনের  সমস্যার সৃষ্টি হতে পারে । 
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.