|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চলমান পাতা ১  এর পরে , ইতিমধ্যেই আমাদের  অনেকের  লেখাপড়া জীবন  শেষ হয়ে গেছে বা  শেষ হওয়ার পথে  তারপর আমাদের পছন্দের মতো পথ খোঁজা শুরু হয়ে গেলো
কিন্তু আমার ঐ বন্ধু  রাজনিতিতেই থেকে গেলো বা থাকতে অনড় । তখন কেউ গেলো চাকুরিতে আবার কেউ গেলো ব্যাবসা / বাণিজ্যে আর  কেউবা তখনো বেকার জীবন কিন্তু আমার ঐ বন্ধুটি রয়ে গেলো  রাজনীতিতেই   সে গড়বে দেশ আর নেতৃত্ব দিবে সমাজের । 
শুরু হলো আমাদের কর্মজীবন  বা জীবনযাত্রা ।আমার যে বন্ধুরা চাকুরিতে গিয়েছিলো তারা কেউ কেউ এখন উচ্চ পদে আসীন হয়েছে কেউ কেউ অঢেল সম্পদের মালিক হয়েছে তারা যখন দেশে আসে তখন তারা  কেউ কেউ দুহাতে দান /  খয়রাত করে দেদারছে আবার তারা সুন্দর ভাবে শুদ্ধ ভাসায় কথা বলে তাই দেশের বা স্থানীয়ও জনগণও তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তারা  আবার কথায় কথায় কেউ কেউ বলে থাকে তারা আবার  রাজনিতিতে আসবে হয় চাকুরী শেষ কিংবা  যদি চাকুরী চলে যায় কখনো । 
আবার যে বন্ধুটি ব্যাবসা / বাণিজ্যে  জড়িত হয়েছিলো তারা কেউ কেউ  স্থানীয়ও ব্যাংক থেকে  নিয়েছে কৃষি ঋণ , কেউ সি সি হাইপো ঋণ , কেউ ক্ষুদ্র ঋণ নিয়েছে ,আবার কেউ করছে আদম ব্যাপারীর ব্যাবসা ,  আবার  কেউবা কালোবাজারির ব্যাবসায় জড়িত হয়েছে আবার কেউ কেউ তদবির / দালালী ব্যাবসা ,  চলমান ৩
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.