|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 





আমরা নানা সময়ে নানা পন্থায় নানা  ভোটে অংশগ্রহণ করি যেমন, গণভোট , হাঁ / না ভোট , আস্থাভোট , অনাস্থা ভোট , জাতীয় ভোট , প্রতীকী ভোট  সহ নানা নামের ভোটে অংশগ্রহণ করি  । সেই ভোট কখনো লাইনে দাঁড়ীয়ে আবার কখনো গোপনে ,  কখনো ডাকযোগে  , আবার কখনো  প্রকাসশে  প্রয়োগ করি  । তবে ভোট কেন্দ্রের  ও সামাজিক পরিবেশ স্বাভাবিক থাকার প্রয়োজন হয় বোধ হয় । সেই ভোটে কেউ নির্বাচিত হয় আবার কেউ অনির্বাচিত হয়, কেউ হয় বিপুল ভোটে আবার কেউ কম ভোটে , তাই কেউ হাঁসে কেউ কাঁদে। তারপর হয় বিজয় মিছিল কিংবা মিছিল থেকে হয় দাংগা  । তারপর  ভোটের হার জিত নিয়ে নানাকথা , নানা সমালোচনা  চলতে থাকে  বেশ কিছুদিন ধরে  ।  যারা ভোটে  নির্বাচিত  হয় তারাই বোধ হয় শাসক হবে কিংবা একটি  নির্ধারিত সময়ের জন্য দেশ  পরিচালনা করবেন । যদি সঠিক ভাবে বা  নিরপেক্ষভাবে ভোট  বা নির্বাচন  অনুষ্ঠিত হয় আর তাতে  যদি কোন দল বা কেউ  নির্বাচিত হয় , তারা কি আগামি দিনগুলি  শান্তিতে দেশ পরিচালনা করতে পারবেন বলে মনে করেন কিংবা ভোটই কি গণতন্ত্রের মুল মন্ত্র  ?
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.