|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চলমান ২ পাতার পর , এদের মধ্যে কালোবাজারি ও দালালি / তদবির ব্যাবসায়িরা ভালো অবস্থানে ছিলও তবে  এদের  মধ্যে কালোবাজারি ব্যাবসার মাঝে মাঝে ধ্বস  নামে তাই বর্তমানে তাদের দিনকাল ভালো যাচ্ছেনা ।
 ব্যাংকে ঋণ নেওয়া বন্ধুগণ কেউ কেউ অর্থ ঋণ আদালতে আসামী বা অনেকে জেল হাজতে আবার অনেকে দেশান্তর হয়েছে  আবার কেউবা   মধ্যপ্রাচ্চে চলে গেছে  । অন্য বন্ধুরা যারা রাজনীতিতে গিয়েছিলো তারা কেউবা এখন একাধিক মামলার আসামী । কেউ কেউ স্থানীয়   চেয়ারম্যান , এম পি বা উপজেলা চেয়ারম্যান হয়েছেন আবার কেউ হয়েছেন মন্ত্রী । আবার অনেকেই সরকারী উচ্চপদে আসীন হয়েছেন ।কেউবা পেয়েছেন  জেলা / উপজেলার রাজনৈতিক কমিটির পদ । এদের মধ্যে কারো কারো ব্যাবসা প্রথিষঠান গড়ে তুলেছেন । সেগুলি আবার অনেক ক্ষেত্রে সরকারী যাইগায় কিংবা শত্রু সম্পত্তিতে বা লীজ সম্পত্তিতে গড়ে উঠেছে । এদের ব্যাবসা / বাণিজ্য মাঝে মাঝে উলট / পালট হয় । কখনো কখনো প্রতিপক্কর আঘাতে ভাংচুর হয় আবার সরকার পরিবর্তন হলে উচ্ছেদ হয়ে যায়  এমনিভাবে চলছে অনেকের জীবনে । এখন সে বা অনেকেই জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে । অনেকেই কোনরকম ভাবে সংসার চালাচ্ছে ।তাদের সন্তানরা অনেকেই লেখাপড়া শিখেছে তারা কেউ কেউ চাকুরীও পেয়েছে তাও আবার ঘুষ দিয়ে নিতে হয়েছে অনেককে ।  আবার যে নেতার   টাকা ছিলোনা তার ছেলেমেয়েরা অনেক সময় চাকুরী পায় নাই । তাই অনেক নেতার ছেলেমেয়েরা এখনো বেকার ।  কেউ কেউ অসুস্থ হয়ে পড়ে আছে তার  আবার চিকিৎসার জন্য  আর্থিক সংগতিও নেই   তাই সে এখন ভুগছে ঘরে পড়ে  কিন্তু অনেকেই তার খোঁজ খবরও নিচ্ছে না তাদের অনেকের ছেলেমেয়েরা আবার রাজনীতিতেও যোগ দিয়েছে । চলমান  ৪
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.