|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 





সেদিন আমার এক বন্ধুর বউ আমাকে একটি  গল্প শুনালো , গল্পটি তার স্বামীর উদ্দেশে বলা  । আমি সেই গল্পটি পাঠকদের  কাছে তুলে ধরলাম ।  ঐ বন্ধুটির বউ বলছে যে ,  আগে  তাকে  দেখতাম সে ,  কতো সাঁজ / গোঁজে চলাফেরা করতো , দেখে ,  মন আমার আন চান করতো । তখন সে ,  খুব আকর্ষণীয় ছিলও আমার কাছে  এবং বার বার দেখতে মন চাইতো তাকে  । এখন কেন জানি তাকে  আর বেশী ভালো লাগেনা । সে তেমন একটা সাঁজ / গোঁজও করোনা ,  শুধু চিন্তায় থাকো ,  আর কনো কথা বললে ,  শুনতে চাইয়না  মন দিয়ে ,  শুধু মেজাজ দেখায়  । আমাদের  বিয়ের আগে তার  ব্যাবহার কতো মধুর  ছিল ।  আগে বুঝতে পারলে  , তাকে  করতাম না বিয়ে , তাই করেছি যে বিয়ে তাকে  ভালোবেসে  , তাইতো বাপে কয় ,  ও মা তুই একবার ভুল করে  , করেছিস বিয়ে নিজ ইচ্ছায় ,  আবার পুনঃ ভুল করে ফিরিস নি  ,  আর  বাপের বাড়ী ,  নইলে  ,  যেতাম ফিরে বাপের বাড়ী । তাই আপনার বন্ধুকে বইলেন , সে যখন এখনো সংসার ধর্ম পালন করতে সমর্থ হই নাই ,   তাহলে বিয়ের আগে কেন এতো ফুং / ফাং  মেরেছিলও  এবং কতো ঢং ,  কাঁধে ল্যাপটপ , কানে আই ফোন , চোখে রংঙিন গ্লাস ,  হাতে বাজনার যন্ত্র ও বালা ,  তাই দেখে ,  আমি গেছিলাম  ভড়কে ।
 ৫ টি
    	৫ টি    	 +০/-০
    	+০/-০২|  ২২ শে জানুয়ারি, ২০১৫  বিকাল ৩:০৭
২২ শে জানুয়ারি, ২০১৫  বিকাল ৩:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগনীতি মালার ২ঙ ধারা অনুযায়ী, যদি কোন ব্লগার অথবা কোন গ্রুপ স্বল্প সময়ের মধ্যে বহুসংখ্যক পোস্ট দিতে শুরু করেন, যা প্রথম পাতায় প্রভাব বিস্তার করতে থাকে (যাকে আমরা ফ্লাডিং বলে জানি) সেসব পোস্ট আমরা সরিয়ে দিতে পারি । যাতে করে সব লেখকের পোস্ট প্রথম পাতায় সমানভাবে স্থান পায়।
এই বিষয়ে আপনাকে ইতিপূর্বে ইমেইলের মাধ্যমে অনেকবার জানানো হয়েছে। স্বাভাবিক ব্লগিং সুবিধা বজায় রাখতে অনুগ্রহ করে ব্লগনীতি মালা অনুসরন করুন।
৩|  ২২ শে জানুয়ারি, ২০১৫  বিকাল ৩:৪১
২২ শে জানুয়ারি, ২০১৫  বিকাল ৩:৪১
নিলু বলেছেন: মনে থাকবে , তবে দিনে কয়টি পোস্ট করা যাবে , তা দয়া করে জানালে উপকৃত হবো , ধন্যবাদ
৪|  ৩০ শে জানুয়ারি, ২০১৫  দুপুর ২:২১
৩০ শে জানুয়ারি, ২০১৫  দুপুর ২:২১
মাঝিবাড়ি বলেছেন: ইদানীং ভালোবাসায় দুর্নীতি ঢুকে গেছে! লিখা ভালো লেগেছে, লিখে যান
  ৩০ শে জানুয়ারি, ২০১৫  দুপুর ২:৩০
৩০ শে জানুয়ারি, ২০১৫  দুপুর ২:৩০
নিলু বলেছেন: অনেক ধন্যবাদ , ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০১৫  বিকাল ৩:০১
২২ শে জানুয়ারি, ২০১৫  বিকাল ৩:০১
সুমন কর বলেছেন: