|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

আমরা কতো কিছুতেই অনেক কিছু ভুলে যাই বা মতব্রম্ভহ হয়ে পড়ি বা চমক লেগে যায় বা হতবম্ভ হয়ে পড়ি কিংবা বিচলিত হয়ে পড়ি বা না জানা জিনিসও বলতে পারিনি কখনো কখনো তাই আমাদের নজরটা রাখতে  হয় খোলা তাই আমরা অনেক সময় বলি =====যে চোখ চারদিকেই রাখতে হয় বা বলি  চারচোখে ====== যেমন আমরা যখন যাদু দেখি বা দেখায় তখন কিন্তু আমরা অধীর আগ্রহের সাথে বা গভীর মনোযোগের সাথে দেখি বা ধ্যানে থাকি তা দেখার জন্য কিন্তু যা দেখাচ্ছে যাদুকর তা কিন্তু আমাদের চোখের  সামনেই চোখে  ধুলা দিয়েই দেখাচ্ছে বোধ হয় তবুও আমরা ধরতে পারছিনা কেউ কেউ । তাই আমরা বলি আমরা চোখ থাকিতেও  অন্ধ । আবার খেয়াল করে দেখবেন আমরা অনেক   কিছুই পড়েছি বা জানি কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে উল্টা ভাবে বা কথায় তাই আর পারছিনা উত্তর দিতে বা বুঝতেছিনা ।  আবার দেখবেন আমাদের ছেলেমেয়েরা  কেউ কেউ  বলছে স্কুল বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে  বা  কোচিং এ বা  বলছে আজকে জরুরি কাজ আছে তাই যেতে হবে তাড়াতাড়ি  কিন্তু যাচ্ছে অন্যদিকে তবে ঐ  সময় তার দিকে তাকালে বা ধীর মনে আমরা যদি তাকাই বা তার গতি বিঁধি লক্ষ করি দেখবেন অন্যদিনের চেয়ে অন্যরকম তার চেহারায় প্রতিফলিত হচ্ছে  । আবার দেখবেন কেউ কেউ আগামিদিনের অফিসের বা বাড়ির কাজগুলির কথা মনে রাখেনা বা কোনও প্রস্তুতি থাকেনা ,  যে জন্য পরের দিন তাকে  নানা সমস্যায় পড়তে হয় বা  সৃষ্টি হয়  । তাই======= কেউ বলে সময়ের এক ফোঁড়  , আর  ওসময়ের ,  অনেক  ফোঁড় ======== আবার দেখবেন কেউ কেউ ঘরের দরজা বন্ধ করতে গিয়ে চাবি ভিতরে রেখেই তালা বা লক করে দেয় কিংবা আজকের গুরুত্বপূর্ণ কাগজ / পত্র বা গাড়ীর চাবি বা চেক বই বা অফিসের চাবি রেখেই  লক করে ফেলে প্রায়শই তাই তার যাত্রার বিলম্ব ঘটে গেল বা বিগ্ন ঘটলো কিংবা তার লক ভাংতে আবার  তালা / চাবির মিস্ত্রীকে আনতে হোলও আর  ভাংগতে হোলও দামি লক কিংবা সারতে হোলও পয়সা খরচ করে তাই কেউ বলে ====== ভুল থেকেই  শিক্ষা  হয় ====== কেউ আবার ছুটির ঘণ্টার গল্পও সৃষ্টি করে ফেলে । আবার দেখবেন  জেলখানাতে মোটা মোটা রডের গেট বা ফাটক থাকা সত্তেও রয়েছে পাহারাদার বা প্রহরী বন্দীদের নজরদারই করার জন্য , আবার হয়তো কেউ কেউ জানেন যে নগরবাড়ি / আরিচা / দৌলদিয়া / পাটৃরিয়া / দাউদকান্দি / খাজাঞ্চিগাও / বেতাগি / কর্ণফুলী / ছাতক / রূপসা / চিরিরবন্দর / চাঁদপুর /  সদরঘাটে দেখবেন ,  খাওয়ার সময় কখনো হৈ উঠে গেলো যে ,  ফেরী বা লঞ্চ ছেড়ে দিচ্ছে ,  আর আমরা ওমনি খাওয়া ছেড়ে পয়সা দিয়ে  চলে যাচ্ছি ,  ঘাঁটে গিয়ে দেখি আমাদের লঞ্চ বা ফেরী ছাড়ছেনা বা দেরী হবে ছাড়তে  ।  তাই প্রবাদে বলে =====পথ চলো পথের সংগি নিয়ে ==== আবার  কখনো , আমি  ফেরীতে উঠে পড়েছি একা একা অথচ আমার সাথে থাকা সংগি বা আমার গাড়িটি ড্রাইভার  সহ উঠেছে  কিনা  ,  তা না দেখেই আমি উঠে পড়লাম ফেরীতে , কিন্তু ফেরীটি যখন ছেড়ে দিলো তখন দেখলাম ওরা উঠেনি  কিন্তু ততক্ষনে ফেরীটি চলে  গেছে গভীর জলে  , আবার রেল হুইচ করছে শুনে সব ফেলে দিচ্ছি দৌড় ,  গিয়ে  রেল ধরতে পারলাম না কিন্তু ফেলে এসেছি আমার ব্যাগ বা তল্পী / তল্পা  । তাই ===== ভেবে চিনতে  , চলতে হবে বা করতে হবে কাজ =======। আবার দেখবেন আমরা কখনো কখনো বাসে তাড়াহুড়া করে নামতে বা উঠতে ফেলে যাচ্ছি ব্যাগ বা মার খাচ্ছি পকেট মারের হাতে  ।   তাই বাস /  ট্রেন এ লেখা থাকে ======= কিছু ফেলে গেলেন কি বা নিজের  মাল নিজ  দায়িত্তে রাখুন ======বা পরের দেওয়া কিছু খাবেন না =======  ।  আবার দেখবেন ঢাকা শহরে রাতের বেলায় শুধু কিছু দোকান বসে   ফুটপাথে ,  যেখানে পাওয়া যায় শুধু ইলেকট্রিক  সরমজাদি ,  তার মধ্যে বেশীর ভাগই থাকে নষ্ট তাই পরের দিন গিয়ে দেখবেন ঐ লোকটি আর সেখানে নেই কিংবা সোডিয়াম বাল্বের আলোর ঝলকানিতে আর তাকে বা সেই দোকানটিকে চিনতে পারছেন না । আমরা যারা নিয়মিত বাজার / সদাই করি  , তারা দেখবেন চিরচারিত নিয়মে মাছ / ঘি কিনতে ,  মাছের চল বা চোকর দেখে কিনি আর ঘি কিনি গন্দ দেখে  , আর কাপড় কিনি কাপড়ের মধ্যে আংগুল দিয়ে ,  নতুবা রঙ চং ,  আর হরেক রকমের ছাপা দেখে  , কিন্তু বাড়ী এসে কখনো কখনো দেখতে পাই  মাছ ফরমালিন দেওয়া  , আর ঘি সেন্ট দেওয়া  , আর কাপড়ের  রঙ উঠে গেছে কিংবা বুনন খারাপ সুতা দিয়ে  । তাই সমাজ বলে  , ======= চক চক করিলেই সোনা হয়না========= । আবার দেখবেন হোটেলে যখন খাচ্ছি ,   খাসীর  মাংস দিয়ে  , তারপর ঝোল বা সুরা চাইলে দিয়ে যাচ্ছে ,   গরুর কিংবা মাছের ঝোল  । যখন আবার আমি প্রতিদিন বাড়ী ফিরি বিনা কাজে  গহীন রাতে  , আর এই সুযোগে বউ আমার গড়েছে পরকীয়ায় ,  আর আমি বউকে ঘুম পাড়া দেখে চুপে চুপে চলে গেছি  ,  পরের বউয়ের সাথে পরকীয়া করতে । বিয়ে করবো আমি ফর্সা মেয়ে  , তাই ছবিতে ফর্সা দেখে  করেছি পছন্দ ,  আর বিয়ের দিন রাতে  বিউটিশীয়ানদের  কারিগরি অভিজ্ঞতায়  , মেয়েটিকে করে ফেলেছে  ছবির  ফর্সার চেয়েও সাদা  । তাই মহাখুশী হয়ে বিয়ে করে নিয়ে এলাম বউ বাড়ীতে ,  পরেরদিন দেখি বউটি আমার কালা ।  তাই দেখবেন সীমান্ত এলাকায় কাঁটা তার দিয়ে ঘেরা টহলের পর টহল ,  তারপরও  রয়েছে ওয়াচ  টাওয়ার ।====== তাই আমাদের নজর রাখতে হবে সর্বক্ষেত্রেই  নজরদারই======== ।
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ২৩ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১০:০১
২৩ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১০:০১
নিলু বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন
২|  ২৩ শে জানুয়ারি, ২০১৫  সকাল ৯:৫৫
২৩ শে জানুয়ারি, ২০১৫  সকাল ৯:৫৫
টয়ম্যান বলেছেন: একমত ভাই
  ২৩ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১০:০২
২৩ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১০:০২
নিলু বলেছেন: ধন্যবাদ , ভালো থাকুন
৩|  ২৩ শে জানুয়ারি, ২০১৫  বিকাল ৩:৩২
২৩ শে জানুয়ারি, ২০১৫  বিকাল ৩:৩২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর বলেছেন।
  ২৩ শে জানুয়ারি, ২০১৫  রাত ৯:০৩
২৩ শে জানুয়ারি, ২০১৫  রাত ৯:০৩
নিলু বলেছেন: ভালো থাকুন , ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৫  সকাল ৯:০০
২৩ শে জানুয়ারি, ২০১৫  সকাল ৯:০০
সুমন কর বলেছেন: ভাল বলেছেন।