|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 




এক ছেলের বাবা তার ছেলেকে বিয়ে দেবার জন্য মেয়ে দেখতে গেছে মেয়ের বাড়ী ঘটক মশাই সহ । পাত্রীকে তাদের সামনে হাজির করা হল যথারীতি । ছেলের বাবা মেয়েকে এদিক / ওদিক তাকিয়ে বাহ্যিক গঠন দেখে নিলেন  , তারপর মেয়েকে জিজ্ঞাসা করলেন যে  , মা তোমার নাম কি  , মেয়ে বলল ফিনতে জান  । বলতো মা করলা রান্না করতে কি পরিমান হলুদ দিতে হয় ,  উত্তরে বলল  , করলার ওজন দেখে বলা যাবে । আচ্ছা মা, তোমার চলন / বলন একটু দেখি , পাত্রী বলল  আপনার বাড়ীর উঠান  যদি বাঁকা হয় ,  তাহলে  আমার হাঁটা বাঁকা হতে পারে .  আর বলন ,  আমার একটু ঝাঁজালো । মা তুমি কোন স্কুলে লেখাপড়া করেছো ? মেয়েটি বললো , অনেক আগেই স্কুল পাশ করেছি । সব শুনে ছেলের বাবা মেয়ের বাবাকে বললেন যে ,  মেয়ে আমার পছন্দ হয়েছে , সুতরাং বিয়ের ব্যাবস্থা করতে পারেন । তখন মেয়ের বাবা বলছে যে ছেলের কিছু বর্ণনা দেন দেখি । তখন ঘটক মশাই বললো, আমার জীবনে যত মেয়ের বাবাকে দেখেছি তার  বেশীর ভাগ বাবারাই ,   মেয়ের বিয়ের সময় কেন জানি বুদ্ধি কমে যায় । আরে ভাই আধুনিক যুগ ,  ছেলের কাধে সব সময় ল্যাপটপ থাকে তাই বিয়ের পর ছেলে আবোল / তাবোল বলবে না ,  তবে বিয়ের পর লিখবে আবোল / তাবোল  , তখন পাবেন মজা । এসব শুনে মেয়ের বাবা বলছে আর দেরী নয় বিয়ে এখনই হয়ে যাক ।
 ১ টি
    	১ টি    	 +১/-০
    	+১/-০©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১০:৪৩
২৩ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১০:৪৩
মুহাম্মদ তৌহিদ বলেছেন: আরে ভাই আধুনিক যুগ , ছেলের কাধে সব সময় ল্যাপটপ থাকে তাই বিয়ের পর ছেলে আবোল / তাবোল বলবে না , তবে বিয়ের পর লিখবে আবোল / তাবোল , তখন পাবেন মজা 
   
  