|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 





সকলের কাছে আমার সবিনয়ে অনুরোধ যে , আজকে আমরা সত্য কথা বলবো এবং স্বীকার করবো , এই মানসকিতা নিয়েই কথা বোলবও , এখানে কোনও রাজনৈতিক গন্ধ থাকবেনা বা কোনও অভিলাষও নেই । তাই সকলের কাছে আমার আবার অনুরোধ রইলো উত্তর বা মন্তব্য দেওয়ার জন্য খোলা মনে ।প্রশ্ন হোলও ,=== শেখ হাসিনার মিটিঙে কতবার বোমা হামলা হয়েছে ===এবং বেগম খালেদা জিয়ার মিটিঙে কতবার বোমাবাজই হয়েছে ===। কারা এই বোমাবাজিতে জড়িত এবং কেনও ? আওয়ামীলীগ কি বোমাবাজই বেশী পারে  , না পারে না , অন্যদিকে বি এন পি বেশী পারে ,  না পারেনা । যদি আওয়ামীলীগ বোমাবাজিতে বেশী পারদর্শী হয় , তাহলে খালেদা জিয়ার মিটিঙে বোমাবাজই হয়নি কেনও ?
 ১০ টি
    	১০ টি    	 +১/-০
    	+১/-০  ২৪ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১১:০০
২৪ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১১:০০
নিলু বলেছেন: ধন্যবাদ আপনাকে , ভালো থাকুন
২|  ২৪ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১০:৫৫
২৪ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১০:৫৫
আহলান বলেছেন: আমার প্রশ্ন দুইটা
জনাব শেখ হাসিনা বরাবর- আর কত মানুষ ঝলসালে উনি সংলাপে বসে সবাইকে নিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন?
জনাব খালেদা জিয়ার কাছে প্রশ্ন - আর কত মানুষ ঝলসালে উনি অবরোধ তুলে নেবেন
আমরা সাধারণ মানুষ তো কারোর কাছেই মূল্যবান নই। আমাদেরকে জিম্মি করেই তো ওনারা রাজনীতি করছেন। 
  ২৪ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১০:৫৯
২৪ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১০:৫৯
নিলু বলেছেন: কেনও মূল্যবান নই ? অবশ্যই আমরা মূল্যবান , আসল কথা আমরা দুর্বল মানসিকতার মানুষ হয়ে গেছি , নিজেরাই নিজেদের চিনতে পারিনা বোধ হয় , ধন্যবাদ আপনাকে ।
৩|  ২৪ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১০:৫৮
২৪ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১০:৫৮
কলাবাগান১ বলেছেন: প্রথম আলোর খবর পড়ছিলাম ....জামাতিরা দল বেধে বোমা হামলার জন্য সরকার কে দায়ী করছে......আর সাথে সাথে প্রথম আলো ও প্লাস মাইনাসের ভেল্কিবাজি আরম্ভ করেছে.... সরকারের পক্ষে যায় এমন কমেন্টে প্লাস দিলে, সাথে সাথে অটোতে ৩-৪ টা মাইনাস পড়ে যায়। কিন্তু যখন আপনি আবার আপনার দেওয়া প্লাস কে চেন্জ করে মাইনাস করেন, তখন দেখবেন একসাথে ২-৩টা মাইনাস যোগ হয়
৪|  ২৪ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১১:০২
২৪ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১১:০২
নিলু বলেছেন: এখানে মাইনাচ /প্লাচের কোনও বিষয় নেই , সত্য কথাটাকেই আমরা স্বীকার করবো বা বলবো , ধন্যবাদ আপনাকে ।
৫|  ২৪ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১১:০৪
২৪ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১১:০৪
যোগী বলেছেন: 
@আহলানের কাছে আমার প্রশ্ন -
১। সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে কবে হইছে?
২। এর পরের নির্বাচনে যদি অন্য কোন একটা দল না আসে সেটা কি গ্রহনযোগ্য নির্বাচন হবে?
৩। সংলাপ কি কোন সমাধান দিতে পারবে আপনি মনে করেন? সংলাপ করলেই কি দুই দল নির্বাচনের ব্যাপারে একমত হতে পারবে?
৬|  ২৪ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১১:১০
২৪ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১১:১০
নিলু বলেছেন: আপনার কি মনে নেই সেই == জনাব মান্নান ভুইয়া এবং জলিল সাহেবের সংলাপের কথা ? অবাধ নির্বাচন এর ব্যাখ্যা কি ? গনতন্ত এর মুল মন্ত্র কি ভোট ?
৭|  ২৪ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১১:১৮
২৪ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১১:১৮
আহলান বলেছেন: @ যোগী,
১। এই নির্বাচনের পূর্বে যত নির্বাচন হয়েছে সবই সকলের কাছে গ্রহণযোগ্য। এমনকি ১৫ই ফেব্রুর নির্বাচনও শর্ত স্বাপেক্ষে আলীগরে কাছে গ্রহণযোগ্য ছিলো।
২। যদি না আসে, সে বিষয়টি তখনই ফয়সালা হবে। 
৩। আমার ধারণা দুই দল যদি আন্তরিক ভাবে চায় তারা এই দেশে সুশাসন প্রতিষ্ঠিত করবে, জনগনের ইচ্ছাকে প্রাধান্য দিবে, তবে অবশ্যই সংলাপ ফলপ্রসু হবে। এছাড়া উপায় কি? ধন্যবাদ। 
৮|  ২৪ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১১:৪২
২৪ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১১:৪২
নিলু বলেছেন: জনগণের কি সুচিন্তিত মত আছে কি ?
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১০:৫৩
২৪ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১০:৫৩
যোগী বলেছেন:
খুবই সত্যি কথা বলেছেন। আমার ধারনা ব্যাপারটা সবাই বুঝে, কিন্তু শুধু দলীয় টানের কারনে ঘার তেরামি করে।
আরও একটা পয়েন্ট আওয়ামীলীগের কয়টা নেতা অপঘাতে মারা গেছে আর বিএনপির কয়টা নেতা সেই ভাবে মারা গেছে।