|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 




বন্ধু তুমি কতো যাদু জানো
রয়েছো ছদ্ধনামে অনেক দিন ধরে
বন্ধু তুমি কতো যাদু জানো 
চিনিগো তোমায় অনেক দিন ধরে 
বন্ধু তুমি কতো যাদু জানো
দেখছি তোমার অট্টহাসি
বন্ধু তুমি কতো যাদু জানো
পরে দেখাচ্ছও  মুচকি হাঁসি
যাদুতে তোমার চেহারা গেছে 
পাল্টে , হয়েছে ছদ্দবেস রুপ
যে রুপ করছে মোদের হতবাক
বন্ধু তুমি কতো যাদু জানো
পড়বে যেদিন যাতাকলে 
চলবেনা  সেদিন তোমার যাদুগিরী
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০  ২৫ শে জানুয়ারি, ২০১৫  সকাল ৮:৫৮
২৫ শে জানুয়ারি, ২০১৫  সকাল ৮:৫৮
নিলু বলেছেন: ধন্যবাদ , ভালো থাকুন
২|  ২৬ শে জানুয়ারি, ২০১৫  সকাল ৯:১৬
২৬ শে জানুয়ারি, ২০১৫  সকাল ৯:১৬
বিদ্রোহী বাঙালি বলেছেন: এতো যাদু জানা বন্ধুর নামডা কী? জানতে মুঞ্চায়। ইট্টু যাদু শিখবারও মুঞ্চায়।   
 
৩|  ২৬ শে জানুয়ারি, ২০১৫  সকাল ৯:২১
২৬ শে জানুয়ারি, ২০১৫  সকাল ৯:২১
নিলু বলেছেন: যখন যাকে মনে করেন , তিনিই, বা যিনি যাদুর খেলা খেলে , ধন্যবাদ , ভালো থাকুন ।
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০১৫  সকাল ৮:০৩
২৫ শে জানুয়ারি, ২০১৫  সকাল ৮:০৩
এম এ কাশেম বলেছেন: বন্ধু তুমি কতো যাদু জানো
পড়বে যেদিন যাতাকলে
চলবেনা সেদিন তোমার যাদুগির
কে সেই যাদুগর?
শুভেচ্ছা নেবেন।