|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 



এই দুই টি শব্দের মধ্যে তফাৎ কি অনেক ,  নাকি ঘুরে ফিরে , একই কথা , যার বিবেক নেই , সে কি সমাজে চলাফেরা করছে না , আবার যার বিবেক আছে , সে কি সমাজে বেশী গ্রহণযোগ্য ব্যাক্তি ?  সমাজের বিবেক আর নিজের বিবেক কি একই কথা  , না দুইটা ভিন্ন কথা  , বিবেক কি বিবেকহীনদের কাছে হেরে যায় সবসময় ,  নাকি বিবেক নীরব থাকে , বিবেককে নিরাপদে রাখতে । ক্ষমতার পরিবর্তন কি বিবেকহীনরাই এনে থাকে তাদের বিবেক দিয়ে , আর সেই পরিবর্তনই আমরা ভোগ করি , আমাদের বিবেক দিয়ে , তাহলে বিবেক আর বিবেকহীনদের মধ্যে তফাৎ রইলো কিসে , এসব দেখেও কি , আমাদের বিবেক কুঁড়ে কুঁড়ে খাচ্ছে না কি ?  আমরা কি পারিনা , আমাদের বিবেক দিয়ে ,  এসব বিবেকহীনদের কাজ তছনছ করে দিতে ?
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১:৫৭
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১:৫৭
নিলু বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১:৫১
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১:৫১
ইমতিয়াজ ১৩ বলেছেন: মন্তব্য নি:প্রয়োজন।